কলকাতা: বুধবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বচসায় জড়িয়ে পড়েন। বৃহস্পতিবারেও বিধানসভার অধিবেশনে চলাকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই বিষয়টির উত্থাপন করেন। বুধবার দুই বিধায়কদের মধ্যে যা ঘটনা ঘটেছে, তা অনভিপ্রেত বলে জানিয়েছেন তিনি।
এদিন বিধানসভার অধিবেশনের শুরুতে ফের বিষয়টি উত্থাপন করেন বিজেপি পরিষদীয় দলনেতা শঙ্কর ঘোষ। এর প্রেক্ষিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভায় সকল বিধায়কদের আচরণের বিষয়টিতে সচেতন থাকতে হবে। বিরোধীপক্ষের তরফ থেকে এমন কোনও মন্তব্য না করা হয় যাতে সরকারপক্ষের কোনও বিধায়ক উত্তেজিত হয়ে ওঠেন। স্পিকারের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে, একযোগে বিজেপি পরিষদের দলের সমস্ত বিধায়করা হট্টগোল শুরু করলে সরকারপক্ষের বিধায়করা সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিজেপির পরিষদীয় দলনেতা শঙ্কর ঘোষ দাবি করেন, বিধানসভার অভ্যন্তরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পরে স্পিকার নিজে বিষয়টি সামাল দেন।
আরও পড়ুন: পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের, অল্পের জন্য রক্ষা পেলেন আইসি
দেখুন আরও অন্যান্য খবর: