কলকাতা: বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন আজ আলো করে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভকে নিয়োগপত্রও তুলে দেন তিনি। বাণিজ্য সম্মেলন হলেও সৌরভ থাকা মানেই ক্রিকেটের প্রসঙ্গ উঠবেই এবং উঠে আসবে বিশ্বকাপ ফাইনালের কথা।
১৪০ কোটি ভারতবাসীকে বিশ্বজয়ের আশা দেখিয়ে ফাইনালে হের গিয়েছেন রোহিত শর্মারা। তা নিয়ে সৌরভকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “খেলায় হারজিত তো থাকবেই। আমি মনে করি না ভারত খারাপ খেলেছে। ২০০৩-এ আমরাও দুর্দান্ত পারফর্ম করেছিলাম, টানা ম্যাচ জিতেছিলাম, কিন্তু ফাইনালে হেরেছিলাম। রোহিত বিরাট শামিরা দুর্দান্ত খেলেছে। কোচ হিসেবে রাহুল অনবদ্য, ওর কন্টিনিউ করা উচিত। ও কন্টিনিউ করবে কি না সেটা বিসিসিআই-এর সঙ্গে ওর কী কথা হয় সেটা দেখতে হবে।”
আরও পড়ুন: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া সৌরভ কী বললেন
প্রসঙ্গত, রাহুল দ্রাবিড়কে হেড কোচ হিসেবে নিযুক্ত করেছিলেন সৌরভই। তখন তিনি বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন। রোহিত শর্মাকে অধিনায়ক নির্বাচনও তাঁরই।
বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), আজ সন্ধেয় একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit 2023) মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এ কথা জানানো মাত্রই বিশ্ববাংলা কনভেনশন সেন্টার করতালিতে ফেটে পড়ে। মুখ্যমন্ত্রীর আগে ভাষণ দিতে উঠে সৌরভ বাংলার এবং মমতার উচ্ছ্বসিত প্রশংসা করেন।