কলকাতা: নারকীয় কাণ্ড ঘটানোর আগে কি ‘রেইকি’ করতে এসেছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়? তেমনটাই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। সিসিটিভি ফুটেজ থেকে জানা গিয়েছে, বিকেল পাঁচটার সময় একবার আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) এসেছিল সে। সে সময় অন্য এক সিভিক ভলান্টিয়ারকে নিয়ে এসেছিল সঞ্জয়। তবে কিছুক্ষণ পরে দু’জনে মোটরবাইকে করে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যায় সে।
এরপর আবার রাত ১১টায় আসে সঞ্জয়। এবার হাসপাতালেই থেকে যায় সে। মনে করা হচ্ছে, অপরাধ সংঘটিত করে একেবারে ভোর রাতে বেরিয়ে যায় সে। একাধিকবার তার আগমনের কারণেই রেইকি তত্ত্ব ভাবাচ্ছে সিবিআইকে।
আরও পড়ুন: সিজিও-তে কেন কুণাল, জেনে নিন বড় তথ্য
রাত ১১টায় কেন এমার্জেন্সি বিল্ডিংয়ে (Emergency Building) গিয়েছিল সঞ্জয়? বয়ানে সে বলেছে, এক্স-রে হবে কি না তা জানতে এমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলায় গিয়েছিল সে। তবে সিবিআই মনে করছে, আসলে রেইকি করতে রাত ১১টায় ওখানে গিয়েছিল সঞ্জয়।
দেখুন অন্য খবর: