কলকাতা: নির্যাতিতার পরিবারকে কোনও টাকা দেওয়ার কথা বলা হয়নি। সোমবার প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ছুড়লেন চ্যালেঞ্জও। এদিন মমতা বলেন, আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম। তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলেছি। মেয়ের স্মৃতিতে কোনও ভালো কাজ করতে হলে আমাদের বলবেন, এটা বলা হয়েছে। কিন্তু কোনও টাকা দেওয়ার কথা বলা হয়নি। মিথ্যা কথা বলা হচ্ছে। এগুলি অপপ্রচার, চক্রান্ত। প্রমাণ দিতে হবে কোথায় টাকার কথা বলা হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, আর জি কর কাণ্ড নিয়ে কুৎসা চলছে। রাজ্য সরকারের নামে মিথ্যা প্রচার করা হচ্ছে। রাস্তা আটকালে অনেকে অসুবিধে হয়। সিবিআইকে সমস্ত নথি দেওয়া হয়েছে। জাস্টিস চাইতে হলে সিবিআইয়ের কাছে চান। মমতা বলেন, যত আন্দোলন হয়েছে অনুমতি ছাড়া। অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি। সুপ্রিম কোর্টও ডাক্তারদের অনুরোধ করেছে কাজে যোগ দেওয়ার জন্য। আমিও ডাক্তারদের কাছে অনুরোধ করব কাজে ফেরার জন্য। দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি আপনাদের কিছু বলার থাকে, সবসময় স্বাগত। আপনারা ৫-১০ জনের একটি প্রতিনিধিদল নিয়ে আসুন, আমরা কথা বলতে পারি।
আরও পড়ুন: ফের সিবিআইকে স্টেটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের