কলকাতা: ফের কলকাতার বুকে ভয়ঙ্কর হত্যাকাণ্ড। স্বামীর হাতে খুন হতে হল স্ত্রীকে। ঘটনাটি কড়েয়া এলাকার নাসিরুদ্দিন রোডের। জানা যাচ্ছে, ২৯ বছর বয়সী ইরতিকা সাকিব সোমবার তার স্ত্রী আরিবাহ ইকবাল (বয়স ২৪ বছর)-কে নিয়ে এক ক্যাফেতে গিয়েছিল। সেখানেই তাকে কুপিয়ে খুন করে। ঘটনার পর আরিবাহকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় (Karaya Murder)।
আরও পড়ুন: মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঠিক কী কারণে খুন হল তার তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টা খতিয়ে দেখছে কড়েয়া থানার পুলিশ (Karaya PS)।
আরও খবর দেখুন