বারাসত: বারাসত কাজিপাড়ায় নিখোঁজ বাচ্চার দেহ উদ্ধারের পর থেকেই বিভিন্ন এলাকায় শিশু চুরি সন্দেহে গুজব ছড়াতে শুরু করে। এই ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় আবার কেউ সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন। বুধবার শিশু চোর সন্দেহে গণপিটুনি দিল এলাকার মানুষজন।
এদিন বারাসত কামাখ্যা মন্দির এলাকায় অটোতে এক মহিলা উঠতে গেলে তাঁকে শিশু চোর সন্দেহে বেধড়ক মারধর করতে শুরু করে স্থানীয় মানুষজন। ওই মহিলার সঙ্গে থাকা আরও একজনকেও মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী মারধর করার সময় পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। এরপর উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়, কেউ যেন বাচ্চা চুরির গুজব না ছাড়ায়। যে যে বাচ্চা বাড়িতে আসেনি বলে গুজব ছড়িয়েছিল প্রত্যেকটি বাচ্চা বাড়িতে চলে আসে কয়েক মিনিটের মধ্যেই। ফলত গুজব ছড়ালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেওয়া হয় পুলিশের তরফে।
আরও পড়ুন: বীরভূমের ২টি গ্রাম পঞ্চায়েতে হার, অঞ্চল সভাপতিকে সরাল তৃণমূল
আজ বাচ্চা চুরির গুজবকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় বারাসত। গুজব ছড়ানো এবং মোবাইলে ওই ঘটনার ছবি তোলার প্রেক্ষিতে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।
দেখুন আরও অন্যান্য খবর: