কলকাতা: গত বছর ঠাকুর দেখতে বেরিয়ে পছন্দসই মণ্ডপ খুঁজে নিতে মানুষের সব থেকে বড় ভরসা ছিল ডিজিটাল ক্যানভাস (Digital Canvas)। এই বছরের দ্বিতীয় সংস্করণ হয়ে উঠছে আরও বেশি আধুনিক, আরও তথ্যসমৃদ্ধ। ২০২৪-এ আইকনিক ও ক্রাউড পুলিং পুজোর সঙ্গে ১০০টি ক্লাবের সংক্ষিপ্ত ইতিহাস ও লাইভ নেভিগেশন আপনাকে সাহায্য করবে শহর ঘুরে মনের মতো পুজো দর্শন করার। ঠাকুর দেখতে বেরিয়ে গাড়ি কোথায় না রাখার বিধিনিষেধ আছে অথবা কোন লাইনে ক’টা অবধি মেট্রো (Kolkata Metro) পাবেন সবটাই আপনার হাতের মুঠোয়। বিপদে পড়লে পুলিশের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ অথবা রাতবিরেতে অসুস্থ হয়ে পড়লে নিকটবর্তী হাসপাতাল বা ওষুধের দোকানের সন্ধান বন্দি থাকবে আপনার মুঠোফোনে।
আরও পড়ুন: বিধানসভায় পাস বঙ্গভঙ্গ বিরোধী বিকল্প প্রস্তাব, কী বললেন মুখ্যমন্ত্রী দেখে নিন
গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডিজিটাল ক্যানভাস অ্যাপটি ডাউনলোড করে নিলে প্রয়োজনে হেঁটে না গিয়েও নেটে বসে দেখে নিতে পারেন শহরের সেরা পুজোগুলোকে। আর হ্যাঁ, আপনিও বিচারক হিসাবে ভোট দিতে পারেন আপনার পছন্দের পুজোকে। জনগণের বিচারে সর্বাধিক ভোট পাওয়া পুজোগুলো পুরস্কৃত হবে আগামী ২৪ নভেম্বর উত্তম মঞ্চে ক্যানভাস স্বয়ং-এর ১৫তম বার্ষিক অনুষ্ঠানে। ১ সেপ্টেম্বর থেকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যাবে এই বছরের আপগ্রেডেড ভার্সন।
দেখুন অন্য খবর: