কলকাতা: হাওড়া ব্রিজে ফুটপাথের রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ মারার চেষ্টা করে এক যুবক। পুলিশ সূত্রে খবর, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। কেন তিনি রেলিং টপকে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে এখনও একটি শব্দও বলেননি ওই যুবক।
সূত্রের খবর, কর্তব্যরত কলকাতা পুলিশ কর্মীরা তাঁকে আটকে দেয়। দড়ি দিয়ে হাত পা বেঁধে দেওয়া হয়। যাতে সে ঝাঁপ না মারতে পারে। ব্রিজের ছয় নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটে। মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: নিট কাণ্ডের মূলচক্রীর হদিশ, খুঁজছে পুলিশ