নো ভোট টু বিজেপি এই আন্দোলনকে এবার দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করলেন কৃষকনেতা রাকেশ টিকায়েত। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে তাঁদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপিকে হারিয়ে এই রাজ্যকে বাঁচিয়েছেন, ঠিক সেইভাবেই বিজেপির হাত থেকে পুরো দেশকে বাঁচাতে হবে।’ তিনি মুখ্যমন্ত্রীর কাছে আন্দোলনের রূপরেখা তৈরি করা আবেদন জানান। যা অন্য রাজ্যগুলিও মেনে নেবে বলে দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিরোধী মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি কথা বলবেন। দরকার হলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাঁদের সঙ্গে কথা বলবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তিনি নিজের এই আন্দোলনের সমর্থনে দিল্লি যাবেন।’ তিনি আরও বলেন, ‘বিরোধী মুখ্যমন্ত্রীদের নিয়ে একটা মঞ্চ হওয়া দরকার। কেন্দ্র সরকার যদি রাজ্য সরকারের ক্ষমতাকে মান্যতা না দেয় সে ক্ষেত্রে এই মঞ্চের মাধ্যমে প্রতিবাদ গড়ে তুলতে হবে। একটা পরিবারের মত কাজ করতে হবে আমাদের। মোদীকে গদি থেকে সরাতেই হবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভাষণ ছাড়া আর কিছুই জানেন না। কোভিড ড্রাইভ এখন ডার্টি ড্রাইভে পরিণত হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে কথা না বলে গাইডলাইন তৈরি করছে কেন্দ্র সরকার। জিএসটি নিচ্ছে কেন কেন্দ্র? বেসরকারি হাসপাতালের মাধ্যমে টিকাকরণ করানো হচ্ছে সেটাও রাজ্যকে দূরে রেখে, এটা কেন হবে? কেন্দ্র সরকার সরাসরি বেসরকারি হাসপাতালের সঙ্গে কথা বলছে। রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম কোনো আলোচনা ছাড়াই তারা সব সিদ্ধান্ত নিচ্ছে।