জেমস বন্ডের বিখ্যাত হলিউড প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও মেট্রো গোল্ডউইন মেয়ার ( এমজিএম) কিনে নিল অ্যামাজন। ৮৪৫ কোটি মার্কিন ডলারে বিক্রি হয়ে গেল এই স্টুডিও। প্রসঙ্গত, এমজিএম ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ‘জেমস বন্ড’,’ক্রিড’, ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’,’দ্য পিঙ্ক প্যান্থার’ , ‘বেন হুর’ ‘রগিং বুল’,’রকি’, ইউ ‘টুয়েলভ অ্যাংরি মেন’, ‘বেসিক ইন্সটিংক্ট’, ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস’ এর মত অত্যন্ত জনপ্রিয় ছবি রয়েছে এই প্রযোজনা সংস্থার ঝুলিতে। এছাড়াও ১৭ হাজার ঘন্টার টিভি অনুষ্ঠান রয়েছে তাদের হাতে। অ্যামাজন প্রাইম ভিডিও ও আমাজন স্টুডিওস এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মাইক হপকিনস বলেন এই চুক্তির সত্তিকারের আর্থিক লাভ হল। এর মাধ্যমে উচ্চমানের গল্প পরিবেশনের দুর্দান্ত সুযোগ তৈরি হবে। অন্যদিকে এমজিএম এর বোর্ড অফ দিরেক্টরস এর চেয়ারম্যান কেভিন আলরিখ বলেন,এই সংস্থার প্রতীক ‘সিংহ’, যেটি হলিউডের স্বর্ণ যুগের অন্যতম অংশ। এই ইতিহাস বজায় থাকবে। এই স্টুডিওর প্রতিষ্ঠাতাদের প্রাথমিক লক্ষ্য ছিল প্রতিভাধর শিল্পীদের কাজ তুলে ধরা। সেই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি আশা করেন। এই চুক্তির ফলে ডিজিটাল প্লাটফর্মে অ্যামাজনের দর্শক সংখ্যা অনেক বেড়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
Html code here! Replace this with any non empty text and that's it.