প্রথমে নারদ কান্ডে তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেফতার, তারপর সেই মামলায় মমতার নাম যুক্ত। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অসময়ে তার পাশে এসে দাঁড়াল দেশের বিরোধী দলনেতারা। বিধানসভা ভোটের সময় থেকেই কংগ্রেস বাদে দেশের বেশ কিছু দলীয় সংগঠ তাঁকে সমর্থন করেছিল। তবে রাজ্যপাল জগদীপ ধনকড়ের আচরণে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে রাজ্যের বাম ও কংগ্রেস সংগঠন। রাজ্যপালের কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছে আরজেডি নেতা মনোজ কুমার ঝাঁ। তিনি বলেছেন, জগদীপ ধনকড় পশ্চিমবঙ্গের প্রকৃত বিরোধী নেতা। তিনি স্পষ্ট করেই বলেছেন, মোদী সরকার পশ্চিমবঙ্গে তাদের পরাজয় মেনে নিতে পারছে না। তিনি আরও বলেন, সিবিআই যা করছে তাতে অবাক হওয়ার কিছু নেই। বরংচ মোদী সরকার যা করছে, তাদের থেকে এটাই প্রত্যাশিত ছিল। একই কথা বললেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ। তিনি জানান, পশ্চিমবঙ্গে যেভাবে হেরেছে বিজেপি, সেই কারণেই এই ধরণের চক্রান্ত তারা চালিয়ে যাবে। যার সব থেকে বড় প্রমাণ হল সিবিআইয়ের বিনা নোটিশে তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেফতার। শিবসেনা দলের নেতা সঞ্জয় রাউত বলেন, সিবিআইকে কাজে লাগাচ্ছে মোদী সরকার। নারদকাণ্ডে মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর নাম থাকা সত্ত্বেও সিবিআই তাদের ডাকেনি। নিজের ভাবমূর্তি ধরে রাখতে এইসব কূটনৈতিক চাল চলছে প্রধানমন্ত্রীর সরকার, জানালেন সঞ্জয় রাউত।
Html code here! Replace this with any non empty text and that's it.