মুম্বাইয়ের আন্ধেরিতে ৩১ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ডুপ্লে ফ্ল্যাট কিনলেন অমিতাভ বচ্চন। ৫ হাজার ১৮৪ স্কোয়ার ফিটের এই ফ্ল্যটটি কিনে বিতর্কে জড়িয়ে পড়েছেন বিগ বি। রেজিস্ট্রেশনের নথি অনুযায়ী বান্দ্রার ৩৪ তলা আবাসনের ২৭ ও ২৮ তলা জুড়ে তৈরি হলো অমিতাভের নতুন ঠিকানা। থাকবে ৬টি গাড়ি পার্কিং এর সুবিধা । গোটা দেশজুড়ে যখন ভয়াবহ অতিমারি চলছে, তখন অমিতাভর এই বিলাসবহুল ডুপ্লে কেনার সমালোচনা করেছেন অনেকেই। ‘জলসা’,’জনক’ এর পর শহরে বিগ-বির নতুন ঠিকানার দাম শুনে চোখ কপালে উঠেছে তার ভক্তদেরও। অবশ্য সূত্রের খবর, কত বছর ৩১ ডিসেম্বরেই এই ডুপ্লে কিনে ফেলেছিলেন অভিনেতা। বাকি ছিল রেজিস্ট্রেশন। বিশেষজ্ঞদের মতে সমালোচনা যতই হোক না কেন, ফ্ল্যাট কেনার মোক্ষম সময় বেছে নিয়েছিলেন অমিতাভ বচ্চন। তাদের মতে কোভিডের জেরে রিয়েল এস্টেট ব্যবসা একেবারে ধসে পড়েছে। এই পরিস্থিতিতে তা চাঙ্গা করতে পাশে দাঁড়িয়েছে মহারাষ্ট্র সরকার। সরকারিভাবে ৩১ মার্চ পর্যন্ত স্ট্যাম্প ডিউটি ৫ শতাংশ থেকে ২ শতাংশ করে দেয়া হয়েছে। আর তার ফলে ৬২ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটির বিনিময় ৩১ কোটি টাকায় ৫ হাজার ১৮৪ স্কোয়ার ফিটের ডুপ্লে কিনতে পারলেন বিগ বি। সূত্রের খবর, শুধু অমিতাভ নয় করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বহু ব্যবসায়ী,উদ্যোগপ্রতি,অভিনেতারা সম্পত্তি কিনতে উদ্যোগী হয়েছেন। ব্যবসায় মন্দার কারনে একদিকে ফ্ল্যাটের দাম যেমন কমে গেছে, তার ওপর সরকার স্ট্যাম্প ডিউটিতে ছাড়েরঘোষণা করেছে। প্রসঙ্গত, সানি লিওন ও পরিচালক আনন্দ এল রাই মুম্বাইয়ের এই আবাসনে একই ধরনের বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন।
Html code here! Replace this with any non empty text and that's it.