করোনা সংক্রমণ মোকাবিলায় রবিবার থেকে রাজ্যে কঠোর বিধিনিষেধ জারি হলেও টিকাকরণের কাজ যথারীতি চালু থাকবে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ শনিবার নবান্নে বলেন, ‘টিকাকরণ জরুরি পরিষেবার আওতায় পড়ার জন্য কাল থেকে সব টিকাকরণ কেন্দ্র পূর্বের সময় মেনেই খোলা থাকবে। তবে যারা টিকা নিতে যাবেন কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা তাঁদের নিজেদেরই করতে হবে বলে তিনি জানিয়েছেন। সেই ক্ষেত্রে গাড়ি চলাচলের জন্য ছাড় দেওয়া হবে। রাজ্য করোনা মোকাবিলায় এখন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চলছে টিকাকরণ। আগামীকাল রবিবার থেকে লকডাউন লাগু হলে কীভাবে চলবে সেই কাজ, তার সমাধান দিয়েছে নবান্ন। টিকাকরণ যেহেতু জরুরি পরিষেবার আওতায় পড়ে তাই সেই কাজে ছাড় রয়েছে। টিকাকরণ কেন্দ্র গুলি চালু থাকবে, সকলেই গিয়ে টিকা নিতে পারবেন কিন্তু নিজের উদ্যোগে নিজস্ব গাড়ি বা প্রয়োজনে গাড়ি ভাড়া করে যেতে হবে কেন্দ্রগুলিতে। হাসপাতালগুলিতে ডাক্তার, নার্সদের আনার দায়িত্ব কর্তৃপক্ষের। যেহেতু জরুরি পরিষেবায় যারা কাজ করেন তাতে ছাড় দেওয়া হয়েছে তাই ডাক্তার, নার্সরা নিজস্ব বা অফিসের গাড়িতে করে যাতায়াত করতে পারবেন বলে জানা গিয়েছে। যিনি টিকা নেবেন নিজস্ব গাড়ি বা অটো-ট্যাক্সি নিয়ে করোনা বিধি মেনেই নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে যেতে পারবেন। প্রত্যেককেই মাস্ক ব্যবহার করতে হবে। যাদের বাড়ির কাছে টিকাকেন্দ্র রয়েছে তাঁরা হেঁটে কিংবা সাইকেল-বাইকে যেতে পারবেন।
Html code here! Replace this with any non empty text and that's it.