করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নিজের বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা ঠিক থাকলেও মঙ্গলবার সকাল থেকে তাঁর শরীরে অক্সিজেনেয় মাত্রা হঠাৎই কমতে শুরু করেছে। ক্রমে শিথিল হয়ে পড়ছে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। ফলে আর বাড়িতে রেখে চিকিৎসা করা যাবেনা বলে জানিয়ে দিয়েছেন তাঁর চিকিৎসকরা। এবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় শুরু হয়েছে। কয়েক মাস আগে হাসপাতাল থেকেই চিকিৎসা করে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি কিছুটা হাসপাতাল বিমুখ হওয়ার কারণেই বাড়ি থেকেই তাঁর করোনা চিকিৎসা চলছিল। কিন্তু তাঁর এই হঠাৎ শারীরিক অবস্থার অবনতির কারণে এবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার ১২টা নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার আইসিইউ’তে আপাতত রাখা হয়েছে তাঁকে।
Html code here! Replace this with any non empty text and that's it.