পাটনা: মদ্যপান করে বিমানের মধ্যে অভব্যতার ঘটনা দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক উড়ানে (International Flight) মদ্যপানের ব্যবস্থা থাকলেও অন্তর্দেশীয় উড়ানে (Domestic Flight) তা নিষিদ্ধ। কিন্তু এবার সেই অন্তর্দেশীয় উড়ানেই বিমানকর্মীদের সঙ্গে ঝামেলা করলেন দুই যাত্রী। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন দুই ‘কীর্তিমান’।
রবিবার রাতে ইন্ডিগো (Indigo) সংস্থার ৬ই-৬৩৮৩ বিমানটি দিল্লি (Delhi) থেকে পাটনার (Patna) উদ্দেশে রওনা হয়। সেটির পাটনায় পৌঁছনোর কথা ছিল রাত ৮.৫৫ মিনিটে। বিমানে ছিলেন বিহারের দুই বাসিন্দা, তাঁরা মদ্যপ অবস্থাতেই বিমানে ওঠেন। বিমান আকাশে উড়তেই গোলমাল শুরু করেন দুই ‘বিহারীবাবু’। বিমান সেবিকা তাঁদের শান্ত করার চেষ্টা করেন। শান্তি হওয়া তো দূর উল্টে তাঁকে যৌন হয়রানি করেন দুই বীরপুঙ্গব। এমনকী পাইলটকেও আক্রমণ করেন বলে অভিযোগ।
আরও পড়ুন: Chanda Kochhar: বোম্বে হাইকোর্টে স্বস্তি চন্দা কোচার ও তাঁর স্বামীর, মুক্তির নির্দেশ
পাটনা বিমানবন্দর কর্তৃপক্ষ (Airport Authority) এবং সিআইএসএফ-কে (CISF) সমস্ত কিছু জানান পাইলট। বিমানবন্দর ছেড়ে বেরনোর আগেই দুই মদ্যপকে আটক করা হয়। তখন বিহারের (Bihar) শাসকদলের জাতীয় স্তরের নেতার ঘনিষ্ঠ বলে নিজেদের পরিচয় দেয় দুই বাসিন্দা। তাতে অবশ্য লাভ হয়নি, গ্রেফতার হয়েছে দু’জনেই।
বিমানে অসভ্যতার দৃষ্টান্ত প্রায়ই চোখে পড়ছে। গত ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার (Air India) বিজনেস ক্লাসে মদ্যপ অবস্থায় বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে আমেরিকার বহুজাতিক সংস্থা ওয়েলস ফার্গোর ইন্ডিয়া চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট শঙ্কর মিশ্রের বিরুদ্ধে। বিমানে উপস্থিত সকলকের সামনে প্রস্রাব করে সহযাত্রী বৃদ্ধার জামা, জুতো ব্যাগ ভিজিয়ে দেন তিনি। যদিও পরে শঙ্কর এই ঘটনায় কান্নাকাটি করে বৃদ্ধার কাছে ক্ষমা চান। এই ঘটনার কথা যাতে পুলিশকে না জানানো হয় সেই অনুরোধও করেন তিনি। জানাজানি হলে তাঁর স্ত্রী ও সন্তানের সম্মানহানি হবে বলে শঙ্কর বৃদ্ধাকে জানান।