Tuesday, August 26, 2025
Homeবিনোদনশাহরুখের মন্নতে আশ্রয় নিল পথকুকুর!

শাহরুখের মন্নতে আশ্রয় নিল পথকুকুর!

মন্নতের আশপাশে থাকা পাথর কুকুরদের নাকি নিয়মিত খেতে দেওয়া হয়

ওয়েব ডেস্ক: শাহরুখ খানে(Sharukh Khan)র ২০০ কোটি টাকার মুম্বইয়ের বাংলো মন্নতে(Mannat) এবার নাকি আশ্রয়(Shelter) নিয়েছে এক পথকুকুর(Street Dog)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নিমেষে। যে ভিডিওতে দেখা যাচ্ছে বিলাসপুর বলিউড বাদশার বাংলোতে ঢোকার মুখে শান্তিতে ঘুমোচ্ছে এক পথপুকুর। বলিউড বাদশার সমুদ্রমুখী এই রাজপ্রাসাদের নতুন অতিথি ছোট্ট এই সারমেয়! মন্নতের নিরাপত্তারক্ষীর ঘরের বাইরে সে আশ্রয় নিয়েছে।

 আরও পড়ুন:বিমানবন্দরে ছোট্ট দুয়াকে নিয়ে পাপারাৎজ্জিদের দেখে রেগে গেলেন দীপিকা!

প্রসঙ্গত,সাগর ঠাকুর(Sagar Thakur) নামে জনৈক এক ব্যক্তি ইনস্টাগ্রামে ভিডিওটি আপলোড করেছেন যা সোশ্যাল মিডিয়ায়(Social Media) সত্যিই ঝড় তুলেছে। শাহরুখ ভক্তরা জানেন এই মুহূর্তে মন্নতে চলছে সংস্কারের কাজ। বিভিন্ন কর্মীরা সেই কাজে ব্যস্ত।


সোশ্যাল মিডিয়ার এই ভিডিওতে দেখা যাচ্ছে বাংলোতে ঢোকার মুখেই পথপুকুর শুয়ে থাকলেও কোনো কর্মী তাকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে না।
এই ভিডিওটি যিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন সে সাগর ঠাকুর সহ শাহরুখ ভক্তরা পথপুকুরদের প্রতি শাহরুখের এই ভালোবাসা দেখে অভিভূত। জানা যাচ্ছে মন্নতের আশপাশে থাকা পাথর কুকুরদের নাকি নিয়মিত খেতে দেওয়া হয়। আর তাতেই এসআরকে-এর প্রশংসায় পঞ্চমুখ তার ভক্ত অনুরাগীরা।


সম্প্রতি দিল্লি-এনসিআরের সব পথকুকুরদের সরিয়ে শেল্টারে রাখায় নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যার ফলে দেশজুড়ে পশুপ্রেমীদের আন্দোলন শুরু হয়। এরপরই শীর্ষ আদালত তার রায় বদলে জানায় যে পথকুকুরদের প্রয়োজনীয় ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। তবে এরই সঙ্গে এও নির্দেশ দেয় যে পথকুকুরদের রাস্তায় যেখানে সেখানে খাওয়ানো যাবে না।
এই মুহূর্তে বান্দ্রাতে শাহরুখের বাংলো সংস্কারের কাজ চলছে। যা শেষ হতে সময় নেবে এক অথবা দু বছর। যে কারণে শাহরুখ ও তাঁর পরিবার এখন পালি হিলসের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকছেন। আর এরই মাঝে শাহরুখ তাঁর ২০০ কোটি টাকার বাড়িতে পথকুকুরকে আশ্রয় দিয়ে সবার নজর কেড়েছে।

 

দেখুন অন্য খবর:

Read More

Latest News