Tuesday, July 8, 2025
HomeদেশUP Bus Accident: নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিল বাস, কানপুরে মৃত ৫

UP Bus Accident: নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিল বাস, কানপুরে মৃত ৫

Follow Us :

লখনউ: শীতের রাতে বেপরোয়া গতির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ৫ জন৷ আহত একাধিক৷ রবিবার গভীর রাতে উত্তরপ্রদেশের কানপুরে একটি ইলেক্ট্রিক বাস (Electric Bus Accident in Kanpur) নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় পথচারীদের৷ এমনকী রাস্তায় দাঁড়ানো গাড়ি এবং কয়েকটি বাইকেও ধাক্কা মারে৷ দুর্ঘটনার পরই পলাতক বাস চালক৷ দুর্ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে৷

পূর্ব কানপুরের ডেপুটি পুলিস কমিশনার প্রমোদ কুমার জানিয়েছেন, তাৎ মিল ক্রস রোডের কাছে দুর্ঘটনাটি ঘটেছে৷ পাঁচ জন পথচারীর মৃত্যু হয়েছে৷ আহতদের চিকিৎসা চলছে৷ কয়েকজনের আঘাত বেশ গুরুতর৷ পথচারীদের পিষে দেওয়ার পর বাসটি তিনটি গাড়ি এবং একাধিক বাইককেও ধাক্কা মারে৷ পলাতক চালককে খোঁজা হচ্ছে৷

দুর্ঘটনার পরই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী৷ টুইটে লেখেন, ‘কানপুরের দুর্ভাগ্যজনক পথ দুর্ঘটনার খবর পেলাম৷ মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল৷ আহতদের দ্রুত যাতে সুস্থ হয়ে ওঠেন তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব৷’ টুইট করে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও৷

আরও পড়ুন: Gujarat: গুজরাতের মুসলিম প্রধান গ্রামে হামলা আরএসএসের, প্রাণ বাঁচাতে পালাচ্ছেন হাজার হাজার মানু

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39