
নয়াদিল্লি ও কলকাতা: রাহুল গান্ধীর আক্রমণের জবাব দিলেন দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এক টুইটে (Twitter) রাহুলকে উদ্দেশ করে অভিষেক লিখেছেন, বিজেপিকে (BJP) প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। জাতীয় রাজনীতিতে ওদের অপ্রাসঙ্গিকতা, অপদার্থতা এবং নিরাপত্তাহীনতা বোধ থেকে ওরা এখন প্রলাপ বকছে। আমি রাহুল গান্ধীকে অনুরোধ করছি, তিনি যেন তাঁদের অহংকারের রাজনীতি নিয়ে পুনর্বিবেচনা করেন। আমাদের আক্রমণ করার থেকে আত্মবিশ্লেষণ করে দেখুন।
অভিষেক কংগ্রেস এবং তার প্রাক্তন সভাপতিকে তুলোধনা করে আরও বলেন, আমাদের দল বেড়ে উঠেছে টাকার জোরে নয়। মানুষের ভালোবাসার জোরে। রাহুলের বক্তব্যের রেশ টেনেই অভিষেক বলেন, একই যুক্তিতে ২০২১ সালে আপনারা যখন বাংলার ভোটে ৯২টি আসনে প্রার্থী দিয়েছিলেন, আপনারা কি বুঝতে পেরেছিলেন যে এতে বিজেপিরই লাভ হবে? তৃণমূলের বিরুদ্ধে রাহুল গান্ধীর বক্তব্য বেশ গুরুত্বপূর্ণ, বিশেষত সেই দলের পক্ষ থেকে, যে দল শেষ ৪৫টি বিধানসভা নির্বাচনের মধ্যে ৪০টিতে গোহারা হয়েছে, টুইটে মন্তব্য অভিষেকের।
আরও পড়ুন: Covid: করোনা ভয়ে মা তাঁর ১০ বছরের সন্তানকে নিয়ে টানা ৩ বছর ঘরবন্দি
প্রসঙ্গত, এদিনই দুপুরে মেঘালয়ে নির্বাচনী প্রচারে বিস্ফোরক অভিযোগ তোলেন কংগ্রেস সাংসদ (Congress MP) রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেন, বিজেপির (BJP) ক্ষমতায় আসা নিশ্চিত করতেই তৃণমূল (TMC) মেঘালয়ে (Meghalaya) পা রেখেছে। রাহুল বলেন, আপনারা তৃণমূলকে চেনেন। ওই দলের ঐতিহ্যও (Tradition) জানেন। গোয়ায় (Goa) তারা এসেছিল, বিপুল টাকা খরচ করেছে গোয়ার ভোটে (Goa Elections)। ওদের একটাই উদ্দেশ্য ছিল, বিজেপিকে সাহায্য করা। একই কারণে বাংলা থেকে মেঘালয়েও ভোটে লড়তে এসেছে।
এদিনই মেঘালয়ে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, বিজেপিকে ক্ষমতা থেকে সরাবে তৃণমূলই। ক্ষমতায় আসলে মেঘালয়ে কী কী করা হবে, তারও বিস্তারিত ব্যাখ্যা দেন মমতা। তৃণমূল নেত্রী যখন মেঘালয়ের রাজাবালায় সভা করছেন, তখন শিলংয়ে (Shillong) কংগ্রেসের নির্বাচনী সভায় রাহুল চড়া সুরে আক্রমণ করেন তৃণমূলকে। তিনি জনসভায় বলেন, আপনারা তৃণমূলের ইতিহাস ভালো করেই জানেন। বাংলায় যে হিংসা চলছে, তাও আপনাদের অজানা নয়।