কলকাতা: শুক্রবার রাতে আশার আলো দেখিয়ে শনিবার রাতে ফের অত্যন্ত সঙ্কটজনক অবস্থা ঐন্দ্রিলার(Aindrila Sharma)। হাসপাতাল সূত্রে খবর, শনিবার রাতে পর পর কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। ভেন্টিলেশন(ventilation) সার্পোটে ছিলেন তিনি। এবার তাঁকে সিপিআর(CPR) দেওয়া হয়েছে। তবে জানা গিয়েছে, ঐন্দ্রিলাকে সবরকম সাপোর্ট দেওয়া সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। সারাক্ষণ চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, হাসপাতালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার অবস্থার উন্নতি হয় অভিনেত্রীর। তবে বুধবার সকালেই ফের হৃদরোগে আক্রান্ত হয়ে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হয়। এর পরই অভিনেত্রীকে নিয়ে ভুঁয়ো খবর ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। বাধ্য হয়ে বুধবার মাঝ রাতে আরেকটু থাকতে দাও ওকে… এসব লেখার অনেক সময় পাবে লিখে ফেসবুকে পোস্ট করেন সব্যসাচী।
এরপর শুক্রবার ঐন্দ্রিলার অবস্থার উন্নতি হয়। জানা যায় ভেন্টিলেশনে থাকলেও আপাতত অন্যান্য কয়েকটা সাপোর্টের প্রয়োজন পড়েনি তাঁর। তবে এরই মধ্যে এক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ঐন্দ্রিলার। l তবে হাসপাতাল সূত্রে জানা যায় ঐন্দ্রিলার অবস্থা স্থিতিশিল জানিয়েছেন চিকিত্সকরা। এরপরই শুক্রবার রাতে ফের সব্যসাচীর পোস্ট। ঐন্দ্রিলার শারীরিক অবস্থার খানিকটা উন্নতির কথা জানান তিনিও। ধন্যবাদ জানান ঐন্দ্রিলার পাশে থাকার জন্য। জানান অরিজিত্ সিংয়ের সঙ্গে তাঁর যে কথা হয়েছে সেই বিষয়টিও উল্লেখ করেন ফেসবুকে।
আরও পড়ুন: Aindrila Arijit Singh: ঐন্দ্রিলার পাশে থাকার বার্তা অরিজিৎ-এর
কিন্তু শনিবার রাতে ফের ছন্দপতন। পর পর বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় অভিনেত্রীর। হাসপাতাল সূত্রে খবর তাঁর অবস্থা এখন অত্যন্ত সঙ্কটজনক। এরই মধ্যে যেটা ঐন্দ্রিলার ভক্তদের ও নেটিজেনদের দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে তা হল রাতেই ঐন্দ্রিলাকে নিয়ে করা সবকটি পোস্ট ডিলিট করে দেন অভিনেত্রীর কাছের মানুষ, সব্যসাচী। এরই মধ্যে অভিনেতা জিতু কমলের ফেসবুকের ডিপি কালো হয়ে যাওয়ায় ঐন্দ্রিলাকে নিয়ে আশঙ্কায় সকলেই।