কলকাতা: এক নাবালককে খুনের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র বন্দর এলাকার মেটিয়াবুরুজ থানা (Metiabruz PS) এলাকার হালদারপাড়া। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় এক নাবালকের অস্বাভাবিক মৃত্যুর পর তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলেন এলাকার বাসিন্দারা। এর পরেই তদন্তের দাবিতে দেহ নিয়ে রাস্তায় ধরনায় বসেন বিক্ষুব্ধরা। এলাকা শান্ত করতে সেখানে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।
সূত্রের খবর, কাছেই কর্তব্যরত দুই পুলিশ কর্মীর উপর আচমকা চড়াও হয় উত্তেজিত জনতা। উত্তেজিত জনতার আচমকা হামলায় গুরুতর আঘাত পান ওই দুই পুলিশ কর্মী। দুজনের মধ্যে একজন মেটিয়াবুরুজ ট্রাফিক গার্ডের এএসআই এবং অপরজন পুলিশ কনস্টেবল। গুরুতর আহত অবস্থায় দুজনকে এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে তাদের সিটিস্ক্যান এবং ইসিজি করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রের খবর। এরপরই পুলিশ এবং জনতার খন্ডযুদ্ধকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে মেটিয়াবুরুজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লালবাজার থেকে পাঠানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নেতৃত্বে রয়েছেন ডিসি পোর্ট এবং ডিসি সাউথ সহ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশকর্তা।
আরও পড়ুন: আরজেডির মন্ত্রীদের সরিয়ে দেবেন নীতিশ কুমার
জানা গিয়েছে, ওই নাবালক কাজ করত। তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মালিকের বিরুদ্ধে।
আরও খবর দেখুন