বিগত কয়েক মাস ধরে বিমানবন্দরে লাগাতার বোমাতঙ্ক চলছে। আর এবার সেই বোমাতঙ্ক কাটাতেই বিমানবন্দরের পক্ষ থেকে গ্রহণ করা হলো বিশেষ পদক্ষেপ। বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করতে এবার দেশের ৬৮ টি বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে চালু করা হলো কোয়ালিটি কন্ট্রোল ইউনিট। এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এভিয়েশন সিকিউরিটি গ্রুপের পক্ষ থেকে।
যাত্রী সাধারণদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ গ্রহণ করা হলো বিমানবন্দরের পক্ষ থেকে। বিগত কয়েক মাস ধরে কোন এক অজ্ঞাত গ্রুপের পক্ষ থেকে লাগাতার চলছে বিভিন্ন বিমানবন্দরে। আর সেই ভুয়ো বোমাতঙ্কের জেরে যাতে আর যাত্রী সাধারণদের অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য জারি করা হলো এই পদক্ষেপ।
আরও পড়ুন: আবাস তালিকাভুক্তদের টাকা দিতে এবার বিশেষ পদক্ষেপ রাজ্যের
বিভিন্ন বিমানবন্দরে আধাসেনা এএসজি বা বিমানবন্দর নিরাপত্তা শাখায় কর্মরত প্রায় পঞ্চাশ হাজার জাওয়ান নিয়োগ করা হয়েছিল। দেশের ৬৮ টি বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে তারাই থাকবেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৩ নভেম্বর পর্যন্ত ৯৯৪ টি বিমানে ছড়িয়েছে বোমাতঙ্ক। যার জেরে বিঘ্নিত হয়েছিল স্বাভাবিক পরিষেবা। আর তারপরেই তদন্তে নামে গোয়েন্দা শাখা। সেখান থেকেই জানানো হয় সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকেই ছড়াচ্ছে এই ভুয়ো আতঙ্ক। আর এবার বিমানবন্দরের পক্ষ থেকে গ্রহণ করা হলো বিশেষ পদক্ষেপ।
দেখুন অন্য খবর