মগরাহাট : শিশু সন্তানকে শ্বাসরোধ করে খুন করে ধানের (Paddy) জমিতে পুঁতে দিয়ে পলাতক বাবা। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) উস্থি থানার (Usthi PS) দেউলা নাজরার ডোম পাড়া এলাকার । মৃত শিশুর নাম রোহিত শেখ (৭)। অভিযুক্ত বাবা রফিকুল সেখ (Rafikul Sk) ঘটনার পর থেকে পলাতক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেউলা (Deola) গ্রামের বাসিন্দা রফিকুল শেখ শনিবার সন্ধ্যায় ছেলেকে গ্রামের ধান জমিতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করার পর ধানজমিতে পুঁতে দিয়ে পালিয়ে যায়। এরপর পরিবারের এক নিকট আত্মীয়কে ফোন করে অভিযুক্ত বাবা রফিকুল সেখ জানায় তার ছেলেকে সে খুন করে ধান জমিতে পুঁতে দিয়েছে। এরপর পরিবারের লোকজন ধান জমি থেকে শিশু সন্তানকে উদ্ধার করে বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। ঘটনার খবর পেয়ে শিশু সন্তানের মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় উস্থি থানার পুলিশ। কী কারণে নিজের ছেলেকে এভাবে নৃশংস ভাবে খুন করল বাবা তার কারণ স্পষ্ট নয়।
আরও পড়ুন: Anubrata Mondal: হাইকোর্টে মিলল না রক্ষাকবচ, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে আর কোনও বাধা নেই ইডির
এলাকার বাসিন্দারা জানায়, রফিকুল শেখ পেশায় একজন ভ্যান চালক। রোহিত শেখ তার একমাত্র সন্তান। অভাবের সংসারে কোনমতেই দিন গুজরান হতো তাদের। সংসারে অভাব অনটনের জেরে মানসিক অবসাদে ভুগছিল রফিকুল। এরই জেরে নিজের সন্তানকে খুন করে পালিয়ে যায় সে। ঘটনার পর থেকে এলাকায় নেই রফিকুল শেখ।
অন্যদিকে খুনি বাবার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে উস্থি থানার পুলিশ।