সুব্রত পাত্র, পূর্ব মেদিনীপুর: গলার নলি কেটে খুনে দোষীকে গ্রেফতারের দাবিতে পটাশপুরের পঁচেট গ্রামে মোমবাতি মিছিল গ্রামবাসীদের। নাগরিক মঞ্চের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পটাশপুর ২ নং ব্লকের পঁচেট গ্রামের যুবক দীপঙ্কর গিরিকে গত পরশু রাতে নিজের বাড়িতে গলা কেটে কেউ বা কারা হত্যা করে। উদ্ধার হয় গলাকাটা দেহ।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও প্রকৃত দোষীকে গ্রেফতারের দাবিতে পথে নামল পঁচেট সচেতন নাগরিক মঞ্চ। এই মিছিল আজ পঁচেট গ্রাম পঞ্চায়েতের পুরনো অঞ্চল অফিস থেকে মিছিল শুরু হয়ে বাজার পরিক্রমা করে, বাজারের মাঝখানে মিছিলটি শেষ হয়। মিছিলে পা মেলান পঁচেট গ্রামের কয়েকশো মানুষ। মিছিলের পর পঁচেট চৌধুরী বাজারের ত্রিকোণ পার্কে একটি প্রতিবাদ সভা করা হয়।
আরও পড়ুন: কুকুর, পাখি উদ্ধারে ছুটবেন না দমকলকর্মীরা, দিল্লির সিদ্ধান্তে অশনিসঙ্কেত
মিছিল ও প্রতিবাদ সভা থেকে দোষীদের গ্রেফতার ও শান্তির দাবিতে সোচ্চার হয় তারা। আগামীদিনে পঁচেটের বুকে এমন ঘটনা যাতে না ঘটে ও জেলার মাটিতে শান্তি ফেরানোর আহ্বান জানানো হয়েছে নাগরিক মঞ্চের তরফে।
দেখুন অন্য খবর: