বগটুই: বগটুই গ্রামে লালন শেখের বাড়িতে পৌঁছাল সিআইডির ফরেনসিক ল্যাবরেটরির চার সদস্যের একটি দল। ২১ মার্চের ঘটনার পর সিবিআই তদন্ত করতে এসে লালন শেখের এই বাড়ি সিল করে দিয়ে নিজেদের হেফাজতে রেখেছিল। লালন শেখের মৃত্যুর পরদিন আদালতের নির্দেশে সিল খুলে দেয় সিবিআই।
লালনের স্ত্রীর রেশমাবিবির অভিযোগ, সিল খুলে বাড়িতে ঢুকে দেখেন, সব ভাঙচুর হয়েছে। চুরি গিয়েছে বেশ কিছু সামগ্রা। সিবিআই হেফাজতে থাকার সময় কেন বাড়িতে চুরি ও ভাঙচুর হল, সেই ঘটনার বিচার চেয়ে রামপুরহাট আদালতে মামলা দায়ের করেন লালনের স্ত্রী রেশমাবিবি।
আরও পড়ুন: Weather: বড়দিনেও প্রত্যাশিত ঠাণ্ডা পড়ল না, গতকালের চেয়ে তাপমাত্রা তিন ডিগ্রি বেড়েছে
সেই মামলার তদন্ত করতে আজ, রবিবার লালন শেখের বাড়িতে আসে ফরেনসিকের চার সদস্যের একটি দল। তারা বাড়িতে ঢুকে বিভিন্ন জায়গার নমুনা সংগ্রহ করেন।