নয়াদিল্লি: দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ইডিকে নোটিশ পাঠিয়েছে আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনের জেলে পা টেপানোর ভিডিয়োর ফাঁস হওয়ার পরে। সত্যেন্দ্র জৈনের আইনজীবীদের দাবি, সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার ঘটনায় আদালত অবমাননা হয়েছে। এরপর শনিবার বিশেষ আদালতের বিচারপতি বিকাশ ধুল ইডিকে নোটিশ পাঠিয়ে জানিয়েছে, এই মামলার শুনানির আগামী ২১ নভেম্বর।
এই ভিডিয়োটি ফাঁস করেছে বিজেপি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, নিজের বিছানায় শুয়ে আছেন সত্যেন্দ্র। মন দিয়ে পড়ছেন কাগজ। আর একজনের গায়ের উপর তুলে রয়েছে পা। চলছে পা মালিস। তিনি আর কেউ নন দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। শনিবার বিজেপির আইটি সেলের তরফে একটি টুইট করে এই ভিডিয়ো প্রকাশ করা হয়। যেখানে দেখা যাচ্ছে, জেলের মধ্যে সত্যেন্দ্র জৈনের পা মালিশ করছে একজন। বিজেপির তরফে ওই টুইটে আপকে কটাক্ষ করতেও দেখা যায়। টুইটে আপ তিহার জেলকে ম্যাসাজ পার্লারে পরিণত করেছে বলে দাবিও করে বিজেপি।
আরও পড়ুন: Red fruits and vegetables: হার্ট ভাল রাখতে নিত্যদিনের খাদ্যতালিকায় রাখুন লাল রংয়ের ফল ও সবজি
উল্লেখ্য, কয়েকদিন আগেই দিল্লির এই মন্ত্রীকে জেলের ভিতরে ভিআইপি সুবিধা দেওয়ার অভিযোগে সাসপেন্ড করা হয় তিহার জেলের সুপারিনটেন্ডেন্টকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তরফে এই অভিযোগ আনা হয়। দিল্লির উপরাজ্যপালের নির্দেশে তদন্ত কমিটি করা হয়। সেই তদন্তের রিপোর্টের ভিত্তিতে তিহার জেলের সুপার অজিত কুমারকে (Tihar Jail Superintendent Ajit Kumar) সাসপেন্ড করা হয় বলে জানা গিয়েছে। তারপরই এই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
আর্থিক দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে করেছে ইডি। সম্প্রতি তাঁর জামিনের আবেদন খারিজ করেছে দিল্লি আদালত। ২০১৭ সালের ২৪ অগাস্ট তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তাঁর ভিত্তিতেই সত্যন্দ্র জৈনকে গ্রেফতার করেছে ইডি।