Friday, July 18, 2025
HomeকলকাতাHowrah Metro | রবিবার নয়, গঙ্গার নীচে মেট্রোর ট্রায়াল রান কবে জেনে...

Howrah Metro | রবিবার নয়, গঙ্গার নীচে মেট্রোর ট্রায়াল রান কবে জেনে নিন

Follow Us :

কলকাতা: গুঞ্জন ছড়িয়েছিল চলতি সপ্তাহের রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম ট্রায়াল রান হবে। তবে এখনই ট্রায়াল রান হচ্ছে না বলে জানাল মেট্রোরেল কর্তৃপক্ষ। এমনকী কবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান হবে, সেই বিষয়েও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে এখনও পৌঁছতে পারেনি তারা।  

মেট্রোর মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র বিবৃতিতে জানিয়েছেন, ‘মিডিয়ার একটি অংশে (প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল) রিপোর্ট করা হয়েছে যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, হুগলি নদীর তলদেশে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম ট্রায়াল আগামী ৯ তারিখ রবিবার হতে চলেছে৷ কিন্তু, হুগলি নদীর তলদেশে রবিবার কোনও ট্রায়াল রান চালানোর পরিকল্পনা নেই মেট্রোর। সেখানে শুধু কিছু রেকের চলাচল হবে। তবে খুব শীঘ্রই ট্রায়াল রান হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হলেই সে বিষয়ে কলকাতার মানুষকে জানানো হবে।’

আরও পড়ুন: Kurmi Protest | শাসকদলকে হুমকি দিয়ে জেলাজুড়ে কুড়মি আন্দোলনকে তীব্র করার ডাক 

হুগলি নদীর নীচ দিয়ে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। এই রাস্তার মোট দৈঘ্য ১৬.৫ কিলোমিটার। তার মধ্যে ১০.৮ কিলোমিটার মাটির তলা দিয়ে যাবে। মাটির উপর দিয়ে যাচ্ছে বাকি ৫.৭৫ কিলোমিটার। জলের তলা দিয়ে মেট্রো সুরঙ্গের পরিকল্পনা ভারতে এই প্রথম। 

ইস্ট-ওয়েস্ট মেট্রোতে ৪টি স্টেশন হবে:

১) হাওড়া ময়দান
২) হাওড়া। যা দেশের গভীরতম মেট্রো স্টেশন হিসেবে পরিচিতি পেতে চলেছে। এরপরই লাইনটি হুগলি নদীর তলায়, সুড়ঙ্গে প্রবেশ করবে। 
৩) মহাকরণ 
৪) এসপ্ল্যানেড 

উত্তর-দক্ষিণ মেট্রোর শাখা এসপ্ল্যানেড মেট্রোর সঙ্গে সংযুক্ত থাকছে। রেল সূত্রে খবর, সবকটি স্টেশনের কাজও প্রায় সম্পূর্ণ। প্রতিটি ষ্টেশনে স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর বসানো হয়ে গেছে। আর কিছু সময়ের অপেক্ষা, এরপর হাওড়া স্টেশনে নেমে কলকাতার যেকোনো প্রান্তে যাওয়ার জন্য আর বাস, ট্যাক্সির হয়রানি পোয়াতে হবে না। একদম মেট্রো করেই পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39