নয়াদিল্লি: মেঘালয়ে (Meghalaya) ২৭ ফেব্রুয়ারি, নাগাল্যান্ডে (Nagaland) ২৭ ফেব্রুয়ারি ও ত্রিপুরায় (Tripura) ১৬ ফেব্রুয়ারি ভোট। বুধবার তিন উত্তর-পূর্ব পার্বত্য রাজ্যের ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (ECI)। তিন রাজ্যেরই একইদিনে ২ ফেব্রুয়ার ফল ঘোষণা হবে। এদিন মুখ্য নির্বাচন কমিশনার (CEC) রাজীব কুমার (Rajib Kumar) এক সাংবাদিক সম্মেলনে দিন ঘোষণা করেন। তিনি বলেন, তিন রাজ্যে ৩৭৬টি মহিলা পরিচালিত ভোটকেন্দ্র করা হয়েছে। আজ থেকেই তিন রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হল।
একইসঙ্গে ৫ রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভার উপনির্বাচনগুলিও হবে ২৭ ফেব্রুয়ারি। ফল ঘোষণা ২ মার্চ। মহারাষ্ট্রের ২টি, তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং লাক্ষাদ্বীপের একটি করে কেন্দ্রে উপনির্বাচন হবে।
আরও পড়ুন: Mamata Banerjee: মেঘালয়ে বিজেপি-বিরোধিতায় স্বমেজাজে মমতা, দিলেন উন্নয়নের ডাক
তিন রাজ্যেই মোট আসন ৬০টি করে। মুখ্য নির্বাচন কমিশনার জানান, এবার যাতে সমস্ত ভোটার দেন, তার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করা হবে। তিন রাজ্য মিলিয়ে মোট ৬২ লক্ষের কিছু বেশি ভোটার আছেন। যাঁদের মধ্যে সাড়ে ৩১ লক্ষের কাছাকাছি মহিলা। আশি বয়সের ঊর্ধ্বে ভোটার রয়েছেন ৯৭ হাজার জন। ১ লক্ষ ৭৬ হাজার যুবা এবার প্রথম ভোট দেবেন।
কিছুকাল আগে পর্যন্তও জঙ্গি উপদ্রুত এলাকা হিসেবে উত্তর-পূর্ব ভারতের বদনাম ছিল। সিইসি রাজীব কুমার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এবারে হিংসার কোনও জায়গা নেই। হিংসামুক্ত নির্বাচনের আশ্বাস দিয়ে তিনি বলেন, গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই।
ব্যাঙ্কগুলিকে অর্থ লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। ভোটে যাতে বেআইনিভাবে অর্থ লেনদেন না হতে পারে তার জন্য ব্যাঙ্কগুলিকে কড়া নজর রাখতে বলেছেন।