
পাটনা: ‘আমার বাবাকে গ্রেফতার করা হতে পারে।’ আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব-কন্যা তথা দলের সাংসদ মিসা ভারতী সোমবার পাটনার ইডি দফতরের সামনে দাঁড়িয়ে এই অভিযোগ তুললেন। উল্লেখ্য, এদিন সকাল থেকে ‘জমির বদলে চাকরি’ মামলায় লালুকে টানা জিজ্ঞাসাবাদ চলছে। প্রায় ৮ ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও ইডি দফতর থেকে বেরোননি তিনি। আগামিকাল, মঙ্গলবার একই মামলায় তলব করা হয়েছে সদ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও।
এদিন বাবার জন্য বাড়ির খাবার ও ওষুধ নিয়ে গিয়েছিলেন মিসা। তিনি ইডির বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দেন। বলেন, আমার বাবা প্রচণ্ড অসুস্থ। আমি তাঁর সঙ্গে থাকতে চেয়েছিলাম। কিন্তু, গেটের ভিতরেই ঢোকার অনুমতি দেওয়া হয়নি। এমনকী তাঁর সহকারীকেও বাইরে আটকে দেওয়া হয়।
আরও পড়ুন: ঘোর শীতে হেমন্তের লুকোচুরি ইডি-র সঙ্গে
মিসা আরও বলেন, উনি একা খেতে পারেন না। কাউকে তাঁকে খাইয়ে দিতে হয়। আমি জানি না, এতক্ষণ ধরে তাঁকে খেতে দেওয়া হয়েছে কি না। ইডি আধিকারিকদের কেউ কথা বলছেন না। প্রতিবার নির্বাচন এসে গেলে ওরা ভয় পেয়ে যায়। প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন বলেই এসব করাচ্ছেন। এই সরকার আমার বাবাকে গ্রেফতার করতে পারে। একজন অসুস্থ মানুষকে গ্রেফতার করে কী পাবে তারা, প্রশ্ন তোলেন মিসা।
যদিও ইডি সূত্রে জানা গিয়েছে, লালুপ্রসাদকে সময়ে সময়ে খাবার ও ওষুধ দেওয়া হয়েছে। চা, জলখাবার দেওয়া হয়েছে নিয়মিত ওষুধের সঙ্গে। মিসার অভিযোগের আগেই লালুর আরেক মেয়ে রোহিনী আচার্য এক্স বার্তায় লেখেন, ইডির অমানবিক আচরণ এটা। ইডি এবং তাদের প্রভু ভালো করে জানেন আমার পাপার (বাবা) শারীরিক অবস্থা কী? কাউকে না ধরে তিনি হাঁটতে পারেন না। তা সত্ত্বেও তাঁর সহকারীকে ঢুকতে দেয়নি ওরা। আপনারা আমায় সাহায্য করুন।
প্রসঙ্গত, লালুপ্রসাদ এদিন সকালে ইডি দফতরে হাজিরা দিতে যাওয়ার সময় থেকে আরজেডি সদস্য-সমর্থকরা কেন্দ্রীয় এজেন্সির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। সন্ধ্যা পর্যন্ত তাঁরা সেখানে বসে রয়েছেন। স্লোগান চলছে, বিজেপির তিন জামাই, আইটি, ইডি অর সিবিআই।
অন্য খবর দেখুন