নয়াদিল্লি: নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ধনকুবের এলন মাস্ক (Elon Musk) এক ভারতীয় (Indian) আমেরিকানের (US) প্রশংসা (Praise) করলেন। তিনি আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্বিতায় থাকায় তাঁর প্রশংসা করেছেন মাস্ক। বিবেক রামস্বামী (Vivek Ramaswamy) আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে চান। তাঁর প্রশংসা করা হয়েছে। তাঁর প্রার্থী পদকে প্রতিশ্রুতিমান বলা হয়েছে। একটি টিভি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন মাস্ক। মাস্ক বলেছেন, তিনি খুব প্রতিশ্রুতিমান প্রার্থী। ৩৭ বছরের ওই প্রার্থী রিপাবলিকানদের মধ্যে সবচেয়ে কম বয়সের প্রার্থী। ওই উদ্যোগপতি হার্ভার্ড ও ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাঁর বাবা মা কেরলের বাসিন্দা। তাঁরা কেরল থেকে আমেরিকা গিয়েছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি রামস্বামী চীনের সমালোচনা করেন। আমেরিকার ব্যবসায়ীদের পুতুলের মতো ব্যবহার করা হয় বলে অভিযোগ তুলেছিলেন তিনি।
আরও পড়ুন: ২০২৪ সালে ভারতীয় সেনার হাতে আসছে অ্যাপাচে হেলিকপ্টার
অতীতে মাস্ক ট্রাম্পের আরও এক প্রতিদ্বন্দ্বী রন দে স্যান্টিসকে সমর্থন করেন। যিনি টুইটারকে ব্যবহার করে তাঁর প্রার্থী পদ ঘোষণা করেছিলেন। রামস্বামী, নিকি হ্যালি, হর্ষবর্ধন সিং এই ভারতীয় আমেরিকান জানুয়ারি মাসে রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী।