skip to content
Wednesday, December 4, 2024
Homeলিডসপ্তাহের প্রথম দিনটি কেমন যাবে আপনার, জেনে নিন
Astrology

সপ্তাহের প্রথম দিনটি কেমন যাবে আপনার, জেনে নিন

রাশি অনুযায়ী কোন রঙ টি আপনার জন্য শুভ ফল দেবে, জানুন

Follow Us :

জ্যোতিষ শাস্ত্র মতে ১২টি রাশির প্রত্যেকেরই বৈশিষ্ট্য আছে। রাশি বিচার করে প্রত্যেক জাতক/জাতিকার জীবনের ছোট ছোট কথা জানা যেতে পারে। রাশির সঙ্গে রঙের একটা বড় যোগসূত্র রয়েছে। রাশি অনুযায়ী রঙের ব্যবহারে জাতক / জাতিকারা নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন এবং পরিবারে সুখ-শান্তি থাকে। অনেকটাই নির্ভর করে আর্থিক অবস্থারও।

মেষ: মেষ রাশির অধিপতি মঙ্গল। আপনার শুভ রঙ লাল। লাল রঙ ভালোবাসা, শক্তি ও প্রজননের প্রতীক। বিপদ থেকে রক্ষা করে এই রং। নিজেকে সক্রিয় রাখা ও প্রয়োজনে বিপদ থেকে আপনাকে সাবধান হওয়ার ইঙ্গিত দেয় লাল রঙ। কর্মভাবে আলস্য ত্যাগ সাহায্য করে লাল।

 

বৃষ: বৃষ রাশিকে পৃথিবী তত্ত্বের রাশি বলা হয়ে থাকে। এই রাশির শুভ রঙ সবুজ। গাঢ় বা হালকা সবুজ, অথবা সবজে নীল রং আপনার জন্য শুভ। এই রং আপনাকে দিকভ্রষ্ট হতে দেবে না। অসংযত আচরণ থেকে আনাকে রক্ষা করবে। কর্মভাবে উজ্বলতা আনবে। বাইরে বের হওয়ার সময় সবুজ রঙের পোশাব ব্যবহার করুন। প্রয়োজেন এক টুকরো কাপড় বা সবুজ সুতো হাতে বেধে রাখুন।

 

মিথুন মিথুন রাশির অধিপতি বুধ। তাই সবুজ রঙ এই রাশির জাতক/জাতিকাদের জন্য লাভজনক মনে করা হয়। হতাশা দূর করে, মনে আশার সঞ্চার করে এই রং। যারা হতাশায় ভুগছেন তাদের জন্য এই রং শুভ। আবার হলুদ রংও আপনার জন্য শুভ। এই রঙ আপনার ক্ষেত্রে বুদ্ধি, মন ও অনুপ্রেরণামূলক বিচারের প্রতীক। এই রাশির যে জাতকরা লাজুক, তাদের হলুদ রং ব্যবহার করা উচিত।

কর্কট: কর্কট রাশির জাতক/জাতিকাদের জন্য শুভ রং সাদা। সাদার ওপর রুপালির আস্তরণ থাকলে সেই রঙ আপনাদের জন্য সবচেয়ে বেশি উপকারে লাগে। চন্দ্র এই রাশির অধিপতি। চন্দ্র, মন ও অনুভূতিকে নিয়ন্ত্রিত করে। না হওয়া কাজ এই রঙের কারণে সফলতা আনে। এমনকী আপনার প্রেমেরে ক্ষেত্রে সহযোগি এই রঙ।

 

সিংহ: সিংহ রাশির অধিপতি সূর্য। সূর্য সাফল্যের প্রতীক। প্রচলিত আছে যে, পরিশ্রমী ব্যক্তিদের সবসময় সাফল্য প্রদান করে সূর্য। গাঢ় লাল, সোনালী, কমলা ও গাঢ় হলুদ রং আপনার জন্য অত্যন্ত শুভ। ঘরের মূল ফটকে এবং কর্মস্থানে এই রং ব্যবহার করলে আপনার জন্য শুভ। ব্যবসায়িক শত্রু দমনে এই রংগুলো আপনার জন্য শুভ।

 

কন্যা:

কন্যা রাশি পৃথিবী তত্ত্বের রাশি। আপনার শুভ রং গাঢ় বাদামী। আবার এই রাশির অধিপতি বুধ। তাই সবুজ রংও আপনার জন্য শুভ। সবুজ রং সুখ ও সমৃদ্ধির প্রতীক। এ ছাড়া গাঢ় নীল রং আপনাদের জন্য শুভ। নীল রং আপনার ব্যক্তিত্বর মধ্যে আত্মবিশ্বাস ফুটিয়ে তুলবে। আপনার জীবনে ভারসাম্য বজায় রাখে। নীল রং আপনাকে শক্তিশালী করবে এবং জীবনকে সুখকর করে তোলে।

 

তুলা: তুলা রাশির অধিপতি শুক্র। সাদা, গোলাপি বা অফ হোয়াইট আপনার জন্য শুভ রং। আবার হালকা হলুদ রংও এই রাশির জন্য শুভ। এটি শান্তি ও সুখের প্রতীক। কোনোভাবে মানসিক বা ব্যবসায়িক অশান্তি থাকলে এই রং এর কোনও কিছু সঙ্গে রাখুন। শুভ ফল দেবে। এই রং আপনার মন শান্ত রাখবে।

 

বৃশ্চিক: আপনার রাশির অধিপতি মঙ্গল। লাল, মেরুন এই রাশির জাতক/জাতিকাদের জন্য শুভ। কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিতে সক্ষম এই রঙ। আবার কালো রংও কিছুক্ষেত্রে আপনার জন্য শুভ প্রমাণিত হবে। লাল এবং কালো রং আপনার গোপন শত্রু থেকে রক্ষা করে থাকবে। বিপদের আঁচ আগে থেকে জানান দেবে।

 

ধনু: গাঢ় নীল ও বেগুনী রঙ এই রাশির জন্য শুভ। এই দুটি রঙই আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। কেউ অবসাদে দিন কাটালে এই রঙ ওই ব্যক্তির মন শান্ত করবে। আবার এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতির শুভ রঙ হলুদ। হলদে রং ব্যবহারে আপনার যোগাযোগ বাড়বে এবং আর্থিক ভীত  শক্তিশালী  হবে।

 

মকর:

মকর রাশির অধিপতি শনি। মনে রাখবেন শনি কাউকে কিছু দেয়ও না, আবার কেড়ে নেয় না। আপনার কর্মফলে উপর ফল দিয়ে থাকবে। তবে কিছু ক্ষেত্রে ফল দিতে বিলম্ব করে। তাই শনিকে বিলম্বকারক বলা হয়ে থাকে। কালো, গাঢ় বাদামী ও ধূসর রং আপনাকে কঠোর, স্থির ও বিশ্বস্ত করে তুলবে। কালো কাপড়ে তিল মুড়ে সঙ্গে রাখুন।

 

কুম্ভ: জীবনে সাফল্য লাভের জন্য যে কোনও পর্যায় যেতে পারেন আপনারা। হালকা নীল, আকাশি নীল, সবজে নীল, সবুজ রং ও বিড়াল চক্ষু রং আপনার জন্য শুভ। এই রঙের পোশাক বা যেকোনো সামগ্রী ব্যবহারে আনার জন্য শুভ। আর্থিক স্বচ্ছলতাও মোটেরই উপর ভালোই থাকবে।

 

মীন: মীন রাশির অধিপতি বৃহস্পতি। বেগুনী রং এই রাশির জন্য শুভ। এছাড়া নীল, সাদা, হলুদ, সবুজ আপনার অর্থভাগ্যকে আরও মজবুত করবে। তবে বৃহস্পতি আপনার অধিপতি হওয়ার কারণে সব রঙই আপনাকে কিছু না কিছু সহযোগী তা করবে। তবে আপনারা চঞ্চল মনস্ক হয়ে থাকেন। মুক্ত বা মুক্তার রঙের কিছু ধারণ করলে মানসিক অস্থিরতা অকেটাই কমবে।

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | ফের দলের হাল ধরলেন মমতা পাখির চোখ ২০২৬
00:00
Video thumbnail
Bangladesh | বাংলাদেশ নিয়ে বিরাট দাবি মমতার কতটা চাপে শুভেন্দু? দেখে নিন বিশেষ প্রতিবেদন
00:00
Video thumbnail
Bangladesh | কোণঠাসা বাংলাদেশ, ভারত ছাড়া অন্যান্য দেশ কী করবে?
00:00
Video thumbnail
Nitin Gadkari | মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের আগে এ কি বললেন নীতীন গড়করি?
00:00
Video thumbnail
Akhilesh Yadav | মুসলমানদের জন্য সংসদে গর্জে উঠলেন অখিলেশ যাদব
00:00
Video thumbnail
ED | Durgapur | দুর্গাপুরের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে ইডির হানা
59:06
Video thumbnail
Susanta Ghosh | ব্রেকিং সুশান্ত ঘোষ গুলিকাণ্ডে গ্রেফতার স্কুটি চালক
01:09:46
Video thumbnail
Bangladesh | বিগ ব্রেকিং, ইউনুস সরকার আসতেই বাংলাদেশে দেউলিয়া ১০ ব্যাঙ্ক? দেখুন চাঞ্চল্যকর ভিডিও
01:49:50
Video thumbnail
Ajinkya Rahane | কলকাতার অধিনায়ক রাহানে? বড় খবর দেখুন
01:56:51
Video thumbnail
দেশ ছাড়ার পর প্রথম প্রকাশ‍্যে মুখ খুললেন শেখ হাসিনা, নিউইয়র্কে আওয়ামী লীগের সভায় বিরাট মন্তব্য
01:04:50