হাওড়া: ডোমজুড় থার্মোকল কারখানা ও জগৎবল্লভপুর আমতার ১০ নং পোলের কাছে ধূপের কারখানায় আগুন। ঘটনাস্থলে দমকলের দুটি ইজ্জিন। ডোমজুরের থামকল কারখানার সেড ভেঙে পড়ল। ঘটনায় চাঞ্চল্য।
আরও পড়ুন: এমএলএ হোস্টেলে নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
শনিবার সকাল ১১.৩০ নাগাদ আমতার ১০ নং পোলের কাছে, রানীহাটি আমতা রোড়ের পাশে ওই ধুপ তৈরির কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে কারখানার মধ্যে। কারখানার শ্রমিকরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তারপরে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে লাগে। ঘটনায় হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তবে কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়।
আরও অন্য খবর দেখুন