নয়াদিল্লি: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত নরসিমা রাওকে ভারতরত্ন সম্মান। শুক্রবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁরে এক্স হ্যান্ডেল একটি পোস্ট করে এই ঘোষণা করেন। পোস্টে তিনি লেখেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পিভি নরসিমা রাওকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হবে তা জানাতে পেরে আনন্দিত।
একজন বিশিষ্ট পণ্ডিত এবং রাষ্ট্রনায়ক হিসেবে, তিনি বিভিন্ন ক্ষমতায় ভারতকে ব্যাপকভাবে সেবা করেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং বহু বছর ধরে সংসদ ও বিধানসভার সদস্য হিসাবে তিনি যে কাজ করেছেন, তার জন্য তিনি সমানভাবে স্মরণীয়। তাঁর দূরদর্শী নেতৃত্ব ভারতকে অর্থনৈতিকভাবে উন্নত করতে, দেশের সমৃদ্ধি ও বৃদ্ধির জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপনে সহায়ক ছিল। এছাড়াও ভারতের আরও এক প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিং এবং বিশিষ্ট বিজ্ঞানী এম এস স্বামানাথনকেও ভারতরত্ন উপাধি দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: হলদোয়ানিতে বেআইনি ধর্মীয় স্থান ভাঙা নিয়ে উত্তেজনা, জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ
Delighted to share that our former Prime Minister, Shri PV Narasimha Rao Garu, will be honoured with the Bharat Ratna.
As a distinguished scholar and statesman, Narasimha Rao Garu served India extensively in various capacities. He is equally remembered for the work he did as… pic.twitter.com/lihdk2BzDU
— Narendra Modi (@narendramodi) February 9, 2024