পৃথিবীতে আমরা আমরা যে চম্বুকের টানে মাটির সঙ্গে জুড়ে থাকি তাকে মাধ্যাকর্ষণ (Gravity) বলে থাকি। পৃথিবীর বাইরে গেলে অর্থাৎ মহাকাশে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি থাকে না সেখানে মানুষ ভাসতে থাকে। এমনটাই আমরা জেনে এসেছি বিজ্ঞান এবং আবিষ্কারের মারফতে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। অর্থাৎ পৃথিবীর ভিতরে থেকেও যায়নি ভাসবেন মহাকাশের মতো। চলুন জেনে নেওয়া যাক ওই সকল স্থানের নাম।
লাদাখের ম্যাগনেটিক হিল: এই স্থানের সৌন্দর্য দর্শনে হাজারো মানুষ ভিড় জমায় সেখানে। এই পর্বতের পাশে রাস্তায় পার্ক করা যানবাহন কিন্তু ভূমির আকর্ষণের বাধা পেরিয়ে উপরের দিকে উঠতে শুরু করে। যদিও বিজ্ঞানীরা বলেন, এটি চোখের ভ্রম। রাস্তার লে আউট দেখে মনে হতে পারে এমনটা অর্থাৎ যানবাহন উপরে যাচ্ছে। তবে আসলে রাস্তা নিচের দিকেই যায়।
মেরু অঞ্চলের ধ্রুব: উত্তর ও দক্ষিণ মেরু উভয়ই এমন জায়গা যেখানে ভূ-চৌম্বকীয় শক্তি শক্তিশালী। এটি সেই কেন্দ্র যেখান থেকে পৃথিবীর ভূ-চৌম্বকীয় ক্ষেত্র সঞ্চালিত হয়। উত্তর ও দক্ষিণ মেরু এই বৈশিষ্ট্যের সঙ্গে সংযুক্ত।
উত্তরাখন্ডের কাসার দেবী মন্দির: ভারতেও এমন একটি জায়গা আছে যেখানে পৃথিবীর ভূ-চৌম্বকীয় শক্তি সবচেয়ে বেশি শক্তিশালী। সেখানে কিছু অনন্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন আছে। এই জায়গাগুলোর মধ্যে একটি হলো উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চল।
পেরুর মাচু পিচু: আর একটি আকর্ষণীয় জায়গা যেখানে ভূ-চৌম্বকীয় ক্ষেত্র স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী তা হল পেরুর পাহাড়। এই মাচু পিচু পাহাড়ের উপরে একটি দুর্গও নির্মিত হয়েছে। এই জায়গাটাও ম্যাগনেটিক।
ইউনাইটেড কিংডম স্টোনহেঞ্জ: সংযুক্ত যুক্তরাষ্ট্রের স্টোনহেঞ্জ সম্ভবত পৃথিবীর সবচেয়ে অনন্য স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটি। নৃ-তত্ত্ববিদরা এখনো এর প্রকৃতি, উৎস ও উদ্দেশ্য নিয়ে উদ্বিগ্ন। কাঠামোটি রহস্যে আবৃত ও মজার বিষয় হলো, এটির সবচেয়ে শক্তিশালী ভূ-চৌম্বকীয় ক্ষেত্র আছে।