কলকাতা: সিবিআই হেফাজতে (CBI Custody) লালন শেখের (Lalan Sheikh) মৃত্যু মামলার সিআইডি তদন্তে খুশি নয় আদালত। এখনও পর্যন্ত কেন লালনের স্ত্রীর গোপন জবানবন্দি (Secret Testimony) রেকর্ড করা হয়নি, কেন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, তা শুক্রবার জানতে চায় কলকাতা হাইকোর্টের একক বে়ঞ্চ (Calcutta High Court Single Bench)। আদালতের নির্দেশ, সিআইডির ডিআইজির প্রত্যক্ষ নজরদারিতে তদন্ত চালাতে হবে। একইসঙ্গে সিবিআইকে দেওয়া কলকাতা হাইকোর্টের আগের রক্ষাকবচই বহাল থাকবে।
এদিন আদালতের প্রশ্নের জবাবে রাজ্য সরকারের আইনজীবী অনির্বাণ রায় জানান, লালনের স্ত্রী রেশমা বিবির (reshma Bibi) শারীরিক এবং মানসিক অবস্থা ঠিক নেই বলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। বিচারপতি জানতে চান, মহিলা আদালতে আসতে পারবেন না কেন। রাজ্যের আইনজীবী জানান, তিনি কিছু বলতে চাইছেন না। রেশমা সিবিআই অফিসের ফোন নম্বর পেলেন কী করে, তাও জানতে চান বিচারপতি।
আরও পড়ুন: Visva-Bharati: আন্দোলন বিতর্ক, চাকরি গেল বিশ্বভারতীর অধ্যাপকের
সিবিআইয়ের আইনজীবী (CBI Lawyer) অভিযোগ করেন, পুলিশ তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাই লালনের স্ত্রীকে সিআইডি (CID) জিজ্ঞাসাবাদ করছে না, সিবিআইকেও জিজ্ঞাসাবাদ করতে দিচ্ছে না। আইনজীবীর দাবি, তদন্তে সিবিআইকেও রাকা হোক, প্রয়োজনে সিট গঠন করা হোক। বিচারপতি বলেন, আমি সিআইডি তদন্তে খুশি নই। ব্যক্তিগতভাবে ডিআইজির সঙ্গে কথা বলতে হবে। সিবিআইয়ের আইনজীবী বলেন, রাজ্যের কাছে তো ডিআইজিরও হাত-পা বাঁধা। যাঁরা তদন্ত করছেন, তাঁরা সকলেই রাজ্য সরকার দ্বারা পরিচালিত।
এদিন বিচারপতি আও জানতে চান, রেশমার এফআইআর (FIR) কে লিখে দিয়েছেন। আদালতে হাজির ছিলেন রেশমা। তিনি বলেন, আমি লিখতে পারছিলাম না। একজন বলে দেন। আর একজন লিখে দেন। আমি তাঁর নাম জানি না। পরে বিচারপতি বলেন, কাকে দিয়ে এফআইআর লেখানো হয়েছে, রেশমা তিনি জানেন না। আদালতের কাছে তা তিনি বলতে পারেননি। আদালতের নির্দেশ, ৩০ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে হবে। পরবর্তী শুনানি ১৫ জানুয়ারি। ওইদিন সিবিআই তার বক্তব্য জানাবে।