আহমেদাবাদ: বাবার কোনও খোঁজ মিলছিল না, চিন্তায় ছিলেন সন্তানেরা। আইফোনের মাধ্যমে পুলিশকে বাবার দেহের সন্ধান দিল সন্তানেরা। মার্কিন মুলুক থেকে বসে বসেই এই কাজ করে তারা। বিদেশ থেকে আইফোন ট্র্যাক করে তারা জানতে পারে, বাবার শেষ গন্তব্য কোথায় ছিল। সেই মতো তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আত্মীয়রা ওই জায়গায় গিয়ে দীপক প্যাটেলের দেহ উদ্ধার করে।
মাথাটি থেঁতলানো অবস্থায় ছিল। ৬৫ বছরের দীপকের দেহ আহমেদাবাদের গারোদিয়া গ্রামের কাছ থেকে উদ্ধার করা হয়। পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। আহমেদাবাদের পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: ভারত নয়, বাণিজ্যের ক্ষেত্রে পাকিস্তানের হাত ধরছে ইউনুস সরকার!
জানা গেছে, দীপক প্যাটেল বোপালে জমির দালালি করতেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হন, স্ত্রীকে বলে যান কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে আসছি। রাত গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায়, আমেরিকায় সন্তানদের বিষয়টি জানান দীপকবাবুর স্ত্রী। আত্মীয়রা দীপকবাবুর রক্তাক্ত দেহের সন্ধান পেয়ে পুলিশে খবর দেন।
ভোপাল থানার পুলিশ আধিকারিক বিটি গোপাল জানিয়েছেন, খুনের অভিযোগ দায়ের হয়েছে। দেহের নমুনা সংগ্রহ করে ফরেন্সিক গবেষণাগারের পাঠানো হয়েছে। পুলিশ নিশ্চত দীপক প্যাটেলকে হত্যা করা হয়েছে, তবে খুনের কারণ স্পষ্ট নয়। কি কারণে এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে। জমি লেনদেন, পারিবারিক শত্রুতা, আক্রোশ সব কারণ খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন অন্য খবর: