দাদু হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। মুকেশ আম্বানির মেয়ে-জামাই ইসহা আম্বানি ও আনন্দ পীরামাল যমজ (Twin) সন্তানের জন্ম দিলেন। শনিবার ইসহা আম্বানি (Isha Ambani) দুই সন্তানের জন্মদানের পরে ইতিমধ্যে ওদের নামকরণও হয়ে গিয়েছে। সূত্রের খবর, যে দুই সন্তানের জন্ম দিয়েছেন ইসহা তাদের মধ্যে কন্যাসন্তানের নাম আদিয়া। আর পুত্রসন্তানের নাম কৃষ্ণা।
শনিবার ইসহা যমজ সন্তানের জন্ম দেওয়ার পরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ঈশ্বরের কৃপায় ইসহা আম্বানি যমজ দুই সন্তানের জন্ম দিয়েছেন। আদিয়া ও কৃষ্ণা সম্পূর্ণ সুস্থ আছে। ভালো আছেন ইসহাও। আদিয়া, কৃষ্ণা, ইসহা এবং আনন্দের নতুন জীবনের সূত্রপাত হল।
আরও পড়ুন: Rampurhat-Dumka: রাস্তায় লাঠি হাতে ‘দাদাগিরি’ মহিলাদের, লরি আটকে চলছে ‘তোলাবাজি’
২০১৮ সালে ইসহা (Isha) ও আনন্দ পীরামলের (Anand Piramal) বিয়ে হয়। এরপর ইসহা মা হলেন। ইসহা এবং আনন্দ দু’জনে বাল্যবন্ধু। পরে ওঁরা দুজন পরস্পরের প্রেমে পড়েন।
মুকেশ আম্বানির (Mukesh Ambani) জামাই আনন্দ পীরামল অর্থনীতিতে স্নাতক। এছাড়া আম্বানির বিজনেস অ্যাডিমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। রিয়েল এস্টেট সংস্থা পীরামল রিয়েলটির মালিক আনন্দ। গ্রামীণ এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবার প্রদানের জন্যে পীরামল স্বাস্থ্য হেলথ কেয়ার (piramal health care) প্রতিষ্ঠা করেন। সেখানে প্রতিদিন ৪০ হাজার রোগীর স্বাস্থ্যপরীক্ষা করা হয়।