কলকাতা: মাধ্যমিক শুরুর আগের দিনই নবম-দশমের সিলেবাস (Madhyamik Examination Syllabus) বদলের উপর গুরুত্ব দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu)। বুধবার তিনি রাজ্য সরকারকে মাধ্যমিকের সিলেবাস নিয়ে ভাবনাচিন্তা করার পরামর্শ দিয়েছেন। এদিন এজলাসে হাতে নবম-দশমের সিলেবাস দেখিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে এমনটাই বার্তা দিলেন বিচারপতি বসু।
এদিন বিচারপতি বসু এজির কাছে মাধ্যমিকের পড়ুয়া কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নবম-দশম শ্রেণির পাঠ্যক্রমের সিলেবাস অনেক পুরনো। অন্যান্য বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেবাস সংস্কার করুক রাজ্য। এই সিলেবাস ৪ বছরেরও বেশি পুরনো।
আরও পড়ুন: Visva Bharati University: উপাচার্যের মন্তব্যের প্রতিবাদে ট্রাস্টে স্মারকলিপি রবীন্দ্রপ্রেমীদের
এবার মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এই সংখ্যা অনেক কম। বিচারপতি বসুর পর্যবেক্ষণ, এ বছর মাধ্যমিকে চার লক্ষ পরীক্ষার্থী কমে গিয়েছে। এটা কেন হল রাজ্যকে ভাবতে হবে। শিক্ষক নিয়োগ করলে, সেই শিক্ষকেরা কাদের পড়াবেন সেটা আগে চিন্তা করা প্রয়োজন। পড়ুয়া না থাকলে শিক্ষক থেকে লাভ কী ?
তিনি আরও বলেন, সিলেবাসে বদল আনার কথা ভাবুক রাজ্যের শিক্ষা দফতর। আইসিএসই, সিবিএসই বোর্ডের থেকে কোনও অংশে কম নয় আমাদের মাধ্যমিক বোর্ডের পড়ুয়ারা।
এজি বলেন, বিচারপতির পরামর্শমতো পদক্ষেপের চেষ্টা করব। একই সঙ্গে বদলি নীতি পরিবর্তনের জন্য এদিন এজিকে ধন্যবাদও জানান বিচারপতি বিশ্বজিৎ বসু। প্রসঙ্গত, বিচারপতি বসুর জন্যই রাজ্য সরকার শিক্ষকদের বদলির ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। বিচারপতি বদলি নীতি নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন।
এর আগেও বিচারপতি বসু মাধ্যমিকের পরীক্ষার্থী কমে যাওয়া নিয়ে এজলাসে বসে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর মন্তব্য ছিল, মাধ্যমিকের পরীক্ষার্থী কমছে। তাহলে আর ১০ হাজার শিক্ষক নিয়োগ করে কী হবে। পড়ুয়াই যদি না থাকে, তবে শিক্ষকের সংখ্যা বাড়িয়ে লাভ কী।