কলকাতা: গ্রেফতার হওয়ার সাড়ে তিন মাস পর মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হল জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick)। রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) রাজ্যের বন দফতর এবং শিল্পোদ্যোগ ও শিল্প পুনর্গঠনের দফতরের দায়িত্ব থেকে জ্যোতিপ্রিয়কে অব্যাহতি দিচ্ছেন। রাজভবনের বিবৃতিতে এও জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরামর্শে বালুর দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে পার্থ ভৌমিক এবং বীরবাহা হাঁসদাকে।
আরও পড়ুন: সুকান্তকে দেখতে গেলেন সৌরভ, ফের জল্পনা
বালু গ্রেফতার হওয়ার পরে বন দফতরের দায়িত্ব বীরবাহাকে (Birbaha Hansda) দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখন থেকে তিনিই এই দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। একই সঙ্গে স্বনির্ভর এবং স্বনিযুক্তি দফতরের প্রতিমন্ত্রীও তিনিও। পার্থ ভৌমিকের (Partha Bhowmick) হাতে সেচ ও জল পরিবহণ ছাড়াও এল শিল্পোদ্যোগ ও শিল্প পুনর্গঠন দফতর।
রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় গত বছর ২৬ অক্টোবর জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছিল ইডি (ED)। তার সাড়ে তিন মাস পরে মন্ত্রিত্ব থেকে সরানো হল তাঁকে। পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) মন্ত্রিত্ব থেকে সরাতে দিন পাঁচেক লেগেছিল। আবার বীরভূমের জেলা সভাপতি পদ থেকে এখনও সরানো হয়নি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)।
দেখুন অন্য খবর: