মুম্বাই: মুম্বইয়ের বিখ্যাত ‘মুখার্জি বাড়ি’র দুর্গাপুজো (Durga Puja 2024)। বছরের এই সময়টা বলিউড (Bollywood) তারকাদের সমাগমে চাঁদের হাট বসে কাজল ও রানি মুখোপাধ্যায়ের বাড়িতে। মুম্বইবাসী বাঙালিরা মায়ানগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসেন দর্শনে। অঞ্জলির জন্য ভিড় জমান অনুরাগীরা। অঞ্জলি দিতে আসা এক মহিলার আচরণেই মেজাজ হারালেন কাজল।
আরও পড়ুনঃ বাড়ির পুজোয় একফ্রেমে কাজল-রানি
এদিন অঞ্জলির সময় মণ্ডপে ভিড় দেখা যায়। ভিড় সরানোর সময় মেজাজ হারান কাজল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। দেখা যাচ্ছে, কাজল এক মহিলার উদ্দেশে বলছেন, “সরে যান। পিছনে যারা অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তাঁদের দিতে দিন”। অপর এক মহিলা যখন জানান তিনি সবে এসেছেন, তখন কাজল বলেন, “ঝুট বোলনা মানা হ্যায়”।
ভিডিও ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায়। একদল বলছেন, অভিনেত্রী দায়িত্বের সঙ্গে নিজের বাড়ির পুজো সামলেছেন। আরেক দল বলছেন, কাজল জানেন না কীভাবে ভালো ব্যবহার করা হয়।
উল্লেখ্য, ধুমধাম করে কাজলের বাড়িতে পালন হয় দুর্গাপুজো উৎসব। দীর্ঘদিন চলে প্রস্তুতি। দেদার পাতপেড়ে খাওয়াদাওয়া। এবারেও তার অন্যথা হয়নি। এদিন ঘটনার পর কাজলকে হেসে ফেলতেও দেখা যায়।
দেখুন আরও খবরঃ