নাগপুর: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের তিনদিনের সর্বভারতীয় সমন্বয় বৈঠক শুরু হল আজ, বৃহস্পতিবার থেকে। চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। আরএসএসের সদর দফতর মহারাষ্ট্রের পুনেতে এই বৈঠক চলছে। সমন্বয় বৈঠক সর্বভারতীয় স্তরে বছরে একবার অনুষ্ঠিত হয়। সরসঙ্ঘচালক মোহনরাও ভাগবত ছাড়াও এই বৈঠকে হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাসহ তাবড় নেতারা। দত্তাত্রেয় হোসাবলে এবং সঙ্ঘের অন্যান্য বিশিষ্ট অখিল ভারতীয় নেতারা উপস্থিত থাকবেন। সভায় সঙ্ঘের ৩৬টি সংগঠনের প্রধান পদাধিকারীরা অংশ নেবেন।
যার মধ্যে প্রধান সংগঠন রাষ্ট্র সেবিকা সমিতি, বনবাসী কল্যাণ আশ্রম, বিশ্ব হিন্দু পরিষদ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় কিষাণ সঙ্ঘ, বিদ্যা ভারতী, ভারতীয় মজদুর সঙ্ঘ, সংস্কার ভারতী, সেবা ভারতী, সংস্কৃত ভারতী, অখিল ভারতীয় সাহিত্য পরিষদের সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় সংশ্লিষ্ট পদাধিকারীরা এই বৈঠকে অংশ নেবেন। গত বছর ছত্তিশগড়ের রায়পুরে এই বৈঠক হয়েছিল।
আরও পড়ুন: কিছু টিভি বিতর্ক, অ্যাঙ্করকে বয়কট করবে ইন্ডিয়া জোট
এই সভায় অংশগ্রহণকারী সকল সংগঠন সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ও কাজের বিষয়ে বিস্তারিত আলোচনা করবে। বৈঠকে বর্তমান জাতীয় পরিস্থিতির পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পরিবেশ, বিভিন্ন সেবামূলক কাজ, সামাজিক, অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা হবে। এছাড়াও সামাজিক পরিবর্তনের বিভিন্ন ক্ষেত্রে কার্যকারণ নিয়ে আলোচনা হবে।
সমন্বয় বৈঠক উপলক্ষে একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৈঠকটি হবে শহরের এসপি কলেজ মাঠে। এর জন্য বিশাল গ্যালারি তৈরি করা হয়েছে। এসপি কলেজ ছাড়াও দুটি স্কুলে তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যে যুব কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা করেছে। অনুষ্ঠান উপলক্ষে শহরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।