বীরভূম: কাজল-কেষ্ট দ্বন্দ্বে (Anubrata Mondal-Kajal Sheikh Conflict) আবারও অশান্ত বীরভূমের (Birbhum) নানুর (Nanoor)। গোষ্ঠী দ্বন্দ্বে শনিবার রাতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বীরভূমের নানুর থানার বাইতারা গ্রামে। বেশ কয়েকজন মহিলাকে মারধরের অভিযোগ সামনে এসেছে। অনেক ঘরবাড়িও ভাঙচুর করা হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে কাজল গোষ্ঠীর লোকজনদের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যাচ্ছে, শনিবার বীরভূমের বোলপুরের রেল ময়দানে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মঙ্গল কামনায় হোম যজ্ঞের আয়োজন করে কেষ্ট মন্ডলের শুভাকাঙ্ক্ষীরা। সেই হোম যজ্ঞের অনুষ্ঠানে নানুর থেকে কেষ্ট মন্ডল এর অনুগামীরা আসে। কেষ্টর গোষ্ঠী করা যাবে না, এই অভিযোগে নানুরের বায়তারা গ্রামে একটি পরিবারের উপর চড়াও হয় কাজলের লোকজন। জখম হয় বেশ কয়েকজন মহিলা। ভাঙচুর করা হয়েছে ঘরবাড়ি। যদিও অভিযোগ অস্বীকার করেছে কাজল অনুগামীরা। তাদের দাবি, কাজল শেখ (Kajal Sheikh)-কে বদনাম করার জন্য পুরোটাই পরিকল্পনামাফিক।
আরও পড়ুন: নকলে বাধা, স্কুলে তাণ্ডব মাধ্যমিক পরীক্ষার্থীদের
প্রসঙ্গত, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস (Birbhum District Trinamool Congress)-এর কোর কমিটি থেকে কাজল শেখ (Kajal Sekh)-কে বাদ দেওয়ার পর অনুব্রত গোষ্ঠীর সঙ্গে কাজল গোষ্ঠীর দ্বন্দ্ব ক্রমশ বেড়েই চলেছে। লোকসভা নির্বাচনের আগে খোদ তৃণমূল সুপ্রিমো ভেঙে দিয়েছেন বীরভূমের তৃণমূলের কোর কমিটি (Birbhum TMC Core Committe)। অনুব্রত জেলবন্দি হওয়ার পর বীরভূমে আর কাউকে জেলা সভাপতি করেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৯ সদস্যের একটি কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন। একদা অনুব্রতের বিরোধী বলে পরিচিত কাজল শেখকে সামনের সারিতে এনেছিলেন। কিন্তু লোকসভা ভোটের আগেই সেই ৯ সদস্যের কোর কমিটি ভেঙে দিয়ে পাঁচজনের নতুন কোর কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটিতে নাম নেই কাজল শেখের।
আরও খবর দেখুন