আলিপুরদুয়ার: বাবা কাজ করেন বাইরে, মা চা বাগানের শ্রমিক, নাবালিকা মেয়ে বাড়িতে থাকত একা। সেই সুযোগে নাবালিকা মেয়ের উপর যৌন নির্যাতন করে তাঁর অশ্লীল ভিডিও বানিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা শুরু করে এক প্রতিবেশী যুবক। এমনকি, সেই অশ্লীল ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ওই নাবালিকাকে একাধিকবার বলপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত যুবক। তবে তাঁর এই কুকর্মকাণ্ড এবার ফাঁস হল। আর অভিযুক্ত যুবকের ঠাই হল শ্রীঘরে।
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ঘটনা। সেখানে চা বাগান লাগোয়া এলাকায় এক ১৭ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে কালচিনি থানার পুলিশ। অভিযোগ, ধৃত যুবক কয়েকমাস আগে নাবালিকার অশ্লীল ভিডিও করে, এরপর তা ভাইরাল করার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। সম্প্রতি বিষয়টি জানাজানি হতেই, মহিলা সমিতি ও এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নির্যাতিতা পরিবারের পাশে এসে দাঁড়ান এবং অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কালচিনি থানায় মামলাও দায়ের করেন।
আরও পড়ুন: ফের নিম্নচাপ! আজ থেকে বৃষ্টি শুরু জেলায় জেলায়, জানুন আপডেট
স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতা নাবালিকার বাবা বাইরে কাজ করেন এবং তাঁর মা চা বাগানের শ্রমিক। মা কাজে গেলে সেই যুবক নাবালিকার বাড়িতে আসত এবং তাঁর ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁকে বার বার ধর্ষণ করত বলে অভিযোগ পরিবারের সদস্যদের। এই বিষয়ে নাবালিকার পরিবারের সদস্যরা জানান, যুবক প্রায়ই ধারালো অস্ত্র নিয়ে আসত এবং নাবালিকাকে ভয় দেখাত যাতে সে কাউকে কিছু না জানায়। এদিন কালচিনি থানায় মামলা দায়ের হওয়ার পর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে পকসোর অধীনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে কালচিনি থানার পুলিশ।
দেখুন অন্য খবর: