মেসেজের ক্ষেত্রে ডিসঅ্যাপিয়ারিং (Disappering) ফিচার চালু হয়েছিল অনেক আগেই। এবার চালু হল হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস (Whatsapp Status)। ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতি নিয়ত আপডেট হচ্ছে হোয়াটসঅ্যাপ। তেমনি বাড়ছে নিরাপত্তাও। যার জেরেই শুরু হয়েছে এই নতুন ফিচার যার নাম ‘ডিসঅ্যাপিয়ারিং টেক্সট স্ট্যাটাস’।
আপাতত আইওএস ভার্সানের এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। অনুমান পরবর্তীতে অ্যান্ড্রয়েড মাধ্যমেও এই ফিচার হবে।এছাড়া হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার নিয়ে কাজকর্ম করছে যার সাহায্যে ব্যবহারকারীর প্রোফাইলের তথ্য পাওয়া যাবে চ্যাটের মধ্যেই। ব্যবহারকারীদের চ্যাটের মধ্যেই কনট্যাক্ট নেমের তলায় ওই প্রোফাইলের বাকি তথ্য দেখা যাবে।
দেখুন আরও খবর: