পিয়ংইয়ং : একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া (North Korea)। শুক্রবার উত্তর কোরিয়া তাদের সংবাদ মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে জানিয়েছে। তাতে বলা হয়েছে, এই নতুন কঠিন-জ্বালানি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (New solid-fuel intercontinental ballistic missile – ICBM) পরীক্ষা উত্তর কোরিয়ার সামরিক শক্তিকে জানান দিচ্ছে। এই ক্ষেপণাস্ত্র দেশকে নিরাপত্তা দেবে। গত বছরও বহু ক্ষেপণাস্ত্র পরীক্ষা (Missile Test) করেছে উত্তর কোরিয়া।
সূত্রে খবর, উত্তর কোরিয়া মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার বাহিনীর মধ্যে সাম্প্রতিক যৌথ সামরিক মহড়াকে উত্তেজনা বাড়িয়ে তোলার সমালোচনা করে অস্ত্র পরীক্ষা বাড়িয়েছে। উত্তর কোরিয়া চলতি বছর প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিম তার সামরিক বাহিনীকে ‘প্রকৃত যুদ্ধের’ প্রস্তুতির জন্য মহড়া জোরদার করার নির্দেশ দেন।
আরও পড়ুন: Ambedkar Jayanti 2023 | দলিত ভোটব্যাঙ্ক পকেটে ভরতে আম্বেদকর-রাজনীতি সব দলেরই
বিদেশি সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তর কোরিয়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ক্ষেপণাস্ত্রটি কোরিয়া উপদ্বীপ ও জাপানের জলসীমার মাঝামাঝি পড়েছে। এতে জাপানের হোক্কাইডো দ্বীপে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই স্থান থেকে এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।
দক্ষিণ কোরিয়ার (South Korea) জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে ছোড়া হয়েছে। এটাকে বড় ধরনের যুদ্ধ-উস্কানি বলে মনে করছে দক্ষিণ কোরিয়া।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পদক্ষেপকে আরও জোরদারভাবে মোকাবিলার আহ্বান জানানোর কয়েক দিনের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষা হল।