দুরন্ত এক্সপ্রেসে ডাকাতি। বেশ কয়েকজন যাত্রীর টাকাপয়সা, সোনাদানা লুঠ করল সশস্ত্র দুষ্কৃতী দল। দিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেস (ট্রেন নম্বর ১২২৭৪) তখন পাটনা স্টেশন পেরিয়েছে। রাত প্রায় ২টো বাজে, যাত্রীরা সবাই ঘুমিয়েই ছিলেন। চলন্ত ট্রেনেই উঠে পড়ে সশস্ত্র ডাকাতরা। এক মহিলার গলা থেকে ছিনিয়ে নেয় হার, আর এক জনের হাতের ব্যাগ কেড়ে নেয়। ট্রেন তখন পূর্ব-মধ্য রেলওয়ের দানাপুর ডিভিশনের খুশরুপুর এবং মঞ্জিলপুর হল্টের মাঝামাঝি রাস্তায়। জনাছয়েক যাত্রী লুঠতরাজের শিকার হন। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: BSF: ভারত-পাক সীমান্তে নজরদারী চালাচ্ছিল ড্রোন, গুলি করে নামাল বিএসএফ
দানাপুর আরপিএফ-এর সিনিয়র কম্যান্ড্যান্ট প্রকাশ কুমার পাণ্ডা জানান, ট্রেন ভোর চারটে নাগাদ জসিডি পৌঁছলে চার জন যাত্রী জিআরপিতে অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
লুঠপাট করে ট্রেনের চেন টেনে রাতের অন্ধকারে মিলিয়ে যায় দুষ্কৃতীরা। তাদের খুঁজতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। আরপিএফ কর্তা জানান, দুষ্কৃতীদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে বিশেষ দল গঠন করা হয়েছে। আরপিএফ আধিকারিকরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছেন, যদি তা থেকে কোনও সুরাহা হয়। তবে সোমবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে খবর।
এদিকে রাতেই ডাকাতির ঘটনা নিয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেন, এমন কোনও ঘটনার কথা আমার জানা নেই। যদি ঘটত তবে নিশ্চয়ই আমার কাছে খবর আসত।