কাতারঃ শেষ ষোলোর লড়াইয়ে আজ, রবিবার মুখোমুখি হচ্ছে ফ্রান্স (France)এবং পোল্যান্ড (Poland)।গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স (France) চমক দিতে প্রস্তুত পোল্যান্ডের বিরুদ্ধে। ইতিবাচক দিক এটাই যে চোট থেকে সেরে উঠেছেন ফ্রান্সের ফুটবলাররা। আজ খেলতে দেখা যাবে গ্রিজম্যানকে (Antonie Griezmann)। শনিবার দোহায় আল সাড এসসি ট্রেনিং সেন্টার কীলিয়ান এমবাপের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় গ্রিজম্যানকে (Antonie Griezmann)। কেমন হতে পারে দু’টি দলের সম্ভাব্য একাদশ দেখে নেওয়া যাক-
ফ্রান্সের সম্ভাব্য একাদশ-লরিস, কুন্দে, ভারানে, উপামেকানো, হার্নান্দেজ, চৌয়ামেনি, রেবিয়ট, ডেম্বলে, গ্রিজম্যান, এমবাপে, গিরুড
পোল্যান্ডের সম্ভাব্য একাদশ-শেজনি, ক্যাশ, গ্লিক, কিয়র, বেরেসজিনসকি, ফ্র্যাঙ্কৌস্কি, বিলিক, ক্রাইচৌইয়াক, জেলিনস্কি, লেয়নডস্কি, মিলিক
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল এমবাপে (Kylian Mbappe), গ্রিজম্যান (Antonie Griezmann) এবং ডেম্বলে (Ousmane Dembele)-কে। ফলস্বরূপ ম্যাচও হারতে হয় টিউনিশিয়ার বিরুদ্ধে। কিন্তু সেসব এখন অতীত।আজ নতুনভাবে ঝাঁপাতে প্রস্তুত ফ্রান্স। রক্ষণে দুর্বলতা অবশ্যই কিছুটা চিন্তায় রাখছে। কিন্তু নকআউট পর্বের ম্যাচে রক্ষন জমাট থাকবে বলে আশাবাদী ফ্রান্সের কোচ দিদিয়ে দেঁশ।
আরও পড়ুনঃ Qatar World Cup: নকআউট পর্বের ম্যাচে জিততে মরিয়া ফ্রান্স
অপরদিকে, পোল্যান্ডের একমাত্র ভরসা রবার্ট লেয়নডস্কি।এরকম স্ট্রাইকার থাকলে বিপক্ষ দলের ডিফেন্ডাররা অবশ্যই কিছুটা চাপে থাকবে বলা বাহুল্য। ফ্রান্সের কোচ দিদিয়ে দেঁশ বলেন, ‘পোল্যান্ড ভীষণ লড়াকু দল। দলের ফুটবলারদের অভিজ্ঞতাও অনেক।যেকোনও দলকে হারানোর ক্ষমতা রাখে।’
উল্লেখ্য, লেয়নডস্কি ক্লাব ফুটবলে নাম করলেও দেশের জার্সিতে অতোটা সফল নন।তাই দেশের জার্সিতে নিজেকে উজার করে দেওয়ার চেষ্টা থাকবে তাঁর তরফ থেকেও।
বিশ্বকাপে পরিসংখ্যানের নিরিখে এগিয়ে রয়েছে ফ্রান্স।এখনও পর্যন্ত ১৬ বার দু’টি দেশ একে অপরের মুখোমুখি হয়েছে। যেখানে ৮ বার জিতেছে ফ্রান্স, ৩ বার জিতেছে পোল্যান্ড এবং ৫ বার ম্যাচের ফলাফল অমীমাংসিত। ফ্রান্স গোল করেছে ২৭টি যেখানে পোল্যান্ড গোল করেছে ১৬টি।