কলকাতা: আর কয়েক দিন পরেই সরস্বতী পুজো (Saraswati Puja)। তার আগে সরস্বতী পুজো নিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের (Presidency University Authority) সঙ্গে সংঘাতে জড়াল তৃণমূল ছাত্র পরিষদ (All India Trinamool Chhatra Parishad – TMCP)। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে টিমিসিপি (TMCP)। তাদের অভিযোগ, অনুমতি চাইলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরস্বতী পুজোর অনুমতি দেয়নি। কর্তৃপক্ষের যুক্তি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ধর্মনিরপেক্ষ (Secular) শিক্ষা প্রতিষ্ঠান, তাই পুজোর অনুমতি দেওয়া সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করে এই কথা জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। এর আগে সরস্বতী পুজায় বাধার অভিযোগ তুলেছিল বিজেপিও (BJP)। তাদের পর এবার বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পুজো করতে অনুমতি না দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল ছাত্র পরিষদ।
আরও পড়ুন: Fake Encounter: ভুয়ো এনকাউন্টারে যুবক খুন, যোগীরাজ্যে গ্রেফতার ৫ পুলিশকর্মী
টিএমসিপি’র দাবি, সরস্বতী পুজো করার অনুমতি (Permission) চেয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে চিঠি (Letter) দেওয়া হয়েছিল। আর কয়েকদিন পরই সরস্বতী পুজো। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনও কোনও জবাব মেলেনি। তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মৌখিকভাবে জানিয়েছে (Verbal Comment), এই শিক্ষা প্রতিষ্ঠানের ২০৬ বছরের ইতিহাসে কোন ধর্মাচরণের উদাহরণ নেই। এর পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। টিএমসিপি’র হুঁশিয়ারি, পুজো করতে না দিলে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে পুজো করার সিদ্ধান্ত নেবে তৃণমূল ছাত্র পরিষদ।
তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, টিএমসিপি সরস্বতী পুজো করার অনুমতি চেয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিনকে (Dean, Presidency University) যে চিঠি দিয়েছিল, তাতে তিনি নট ভেরিফায়েড (Not Verified) বলে লিখে দিয়েছেন। এরপরই তিনি মৌখিকভাবে জানিয়ে দেন, এই প্রতিষ্ঠানে এর আগে কোনও দিন সরস্বতী পুজো হয়নি। তাই পুজো করা যাবে না। পাশাপাশি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে তিনি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান বলেও উল্লেখ করেন। কিন্তু, তৃণমূল ছাত্র পরিষদের বক্তব্য হল, কোনও দিন পুজো হয়নি মানে, এমনটা নয় যে কোনও দিন করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী পড়ুয়াদের বক্তব্য, এর আগে টিএমসিপি’র কোনও ইউনিট (Unit) ছিল না বিশ্ববিদ্যালয়ে। একবছর হল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইউনিট খুলেছে টিএমসিপি। তৃমমূল ছাত্র পরিষদের বক্তব্য, বাগদেবীর আরাধনা করা সব পড়ুয়ার কাছেই গুরুত্বপূর্ণ। সেই কারণে টিএমসিপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সরস্বতী পুজো আয়োজন করার জন্য অনুমতি চেয়েছিল।
এমনও শোনা যাচ্ছে, এই বিশ্ববিদ্যালয় যেমন ধর্মনিরপেক্ষ, তেমনই এসএফআই (SFI)-এর কারণে ভীত ডিন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পুজো করার অনুমতি দিলে বামপন্থী ছাত্র সংগঠন ঝামেলা পাকাতে পারে, সেই কথা ভেবেই ক্যাম্পাসে সরস্বতী পুজো করা নিয়ে অনুমতি দিতে চাইছে না কর্তৃপক্ষ।