চাতক পাখির মতো অপেক্ষায় ছিল অল্লু ভক্তরা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বড়পর্দায় মুক্তি পেয়েছে পুষ্পা ২: দ্য রুল (Pushpa 2: The Rule)। ৫ অক্টোবর দেশজুড়ে হইহই কাণ্ড। প্রথম ছবি মুক্তির পর প্রায় তিন বছর অধীর আগ্রহে অপেক্ষা করতে হয়েছে ভক্তদের। উত্তেজনার রেশ মিলল প্রথম দিনেই। ওপেনিং-এই বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে এই সিনেমা।
ভারতে আয়ের পরিমাণ ছাড়িয়েছে ২০০ কোটি বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানায় আয় ৮৫ কোটি। কর্ণাটকে ২০ কোটি, তামিলনাড়ুতে ১২ কোটি এবং কেরালায় ৮ কোটি টাকা। বাকি রাজ্যগুলি থেকে আয় ৭৫ কোটির কাছাকাছি। আন্তর্জাতিক বাজারেও ভালো ফল করেছে অল্লু-রশ্মিকার ছবি। বিদেশে এই ছবির আনুমানিক আয় প্রায় ৭০ কোটি। সব মিলিয়ে প্রথম দিনের মোট আয় ২৭০ কোটি টাকা। যা বলিউড সিনেমার ইতিহাসে অন্যতম ওপেনিং হিসেবে ধরা হচ্ছে।
আরও পড়ুন : প্রকাশ্যে এল চালচিত্র ছবির গান ‘জানি না মানে’
কেমন হল পুষ্পা ২?
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘পুষ্পা ২: দ্য রুল’ দর্শকদের জন্য একটি কম্পিলিট প্যাকেজ। শুধু নামকে ওয়াস্তে নয়। বড় বাজেটের এই ছবিতে গুরুত্ব দেওয়া হয়েছে ছোট ছোট ক্ষেত্রে। গল্পের বুনোট, অ্যাকশন, রোম্যান্স, কমেডি সবমিলিয়ে স্ক্রিন থেকে এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারছে না দর্শক। শুরুর দৃশ্য, সিকোয়েন্স এবং ক্লাইম্যাক্সে গায়ে কাঁটা দেবে নিশ্চিত।
‘পুষ্প: দ্য রুল’-এ অল্লু অর্জুনের স্ট্যামিনা নজর কাড়বে। শ্রীলীলার গানের সঙ্গে রশ্মিকার পারফরম্যান্স সিনেমার অন্যতম আকর্ষণ। সমালোচকদের মতে, পুষ্পা ২ অনেক টাকার ব্যবসা করবে। ছবির সময় দীর্ঘ হলেও ভক্তরা একেবারেই বিরক্ত হবেন না। ইতিমধ্যেই বেনিফিট শোগুলি অসাধারণ সাড়া পাচ্ছে। দেবী শ্রী প্রসাদ এবং শ্যাম সিএস-এর সঙ্গীত দারুণ। বলা বাহুল্য সিনেমাটি থেকে টাকা উঠে আসবে। লে উইকেন্ডে অভূতপূর্ব সাড়া পড়বে বলে আশা করা হচ্ছে।
দেখুন আরও খবর :