সিউড়ি: বীরভূমের বগটুই (Bogtui) কাণ্ডে সিবিআই হেফাজতে (CBI Custody) লালন শেখের (Lalan Seikh) মৃত্যুর ঘটনায় সিবিআইকে (CBI) দুষলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। মৃত লালন শেখের বাড়ি গিয়ে তাঁর স্ত্রী (Wife) ও পরিবারের সদস্যদের সঙ্গে রবিবার কথা বলেন শতাব্দী (Satabdi Roy)। এদিন বীরভূমের বগটুই গ্রামে লালনের পূর্বপাড়ার বাড়িতে যান তিনি। সাংসদ (MP) এসে খোঁজ নেওয়ায় আশ্বস্ত হন লালনের স্ত্রী রেশমা বিবি (Reshma Biwi)। লালন শেখের স্ত্রী সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ উগরে দেন সাংসদের কাছে।
শতাব্দী রায় সাংবাদিকদের বলেন, আমার পক্ষ থেকে যা করার আমি করব। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাব। এখানে শুনলাম সিবিআই কীভাবে অত্যাচার করেছে। কী করে এক মহিলাকে মারধর করতে পারে সিবিআই? প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে লালন তৃণমূলের। মৃত্যুর জন্য যে নামগুলো বলছে লালনের স্ত্রী সেগুলি ওঁর স্বামী ওকে জানিয়েছিল।
আরও পড়ুন: TMC Team at Asansol Incident PO: কম্বল কাণ্ডে আসানসোলে তৃণমূলের প্রতিনিধি দল
এদিন সাংসদকে সংবাদমাধ্যমের সামনেই রেশমা বিবি বলেন, আমার স্বামী বলে গিয়েছে সিবিআইয়ের চার জনের নাম। সিবিআইয়ের উপর থেকে ফোন করে বলত, বড় কারও নাম করো। স্বামী বলেছিল রাতে অত্যাচার করছে। জোর করে বলা হচ্ছে, মাথার নাম করো। সিবিআই বলেছে, তোর স্বামীকে শেষ দেখেনে। আমার ছেলে কলেজে পড়ে। তাকেও জড়িত করে দিয়েছে।