দিল্লি: নির্বাচন কমিশনার (Election Commissioner) পদে অরুণ গোয়েলের (Arun Goel) নিয়োগ সংক্রান্ত ফাইলপত্র দেখতে চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। গোয়েলের নিয়োগ নিয়ে কোনও গোপন কারসাজি (Hanky Panky) হয়েছে কি না, বিচারপতি কে এম জোসেফের নেতৃতাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ তাও জানতে চায়। কারণ কাজ থেকে অতি সম্প্রতি স্বেচ্ছাবসর (Voluntary Retirement) দেওয়া হয়েছিল তাঁকে। এরপর ১৯ নভেম্বর নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন অরুণ গোয়েল।
আদালতের নিয়োগ সংক্রান্ত ফাইল দেখতে চাওয়া নিয়ে আপত্তি তুলেছিলেন ভারতের অ্যাটর্নি জেনারেল (Attorney General) আর বেঙ্কটরামানি (R Venkataramani)। কিন্তু সেই আপত্তি ধোপে টেকেনি। বেঙ্কটরামানি বলেন, আদালত এই মুহূর্তে নির্বাচন কমিশন (EC) এবং মুখ্য নির্বাচন কমিশনার (CEC) সংক্রান্ত বড় ইস্যু নিয়ে কাজ করছে। সাংবিধানিক বেঞ্চ (Constitutional Bench) আলাদা করে একটা ঘটনার দিকে নজর দিতে পারে না।
আরও পড়ুন: Adani’s mega port: সিঙ্গুরের ধাঁচে সমুদ্ররক্ষার আন্দোলন কেরলে, বিপাকে আদানি গোষ্ঠী
এর উত্তরে আদালত বলে, এই বিষয় শুনানি শুরু হয়েছে গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আর গোয়েল নিযুক্ত হয়েছেন ১৯ তারিখ। ঠিক কী কারণে এই পদক্ষেপ তা খতিয়ে দেখতে চায় আদালত।
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর ২০২২ সালে অবসর নেওয়ার কথা ছিল অরুণ গোয়েলের। ভারী শিল্প মন্ত্রকের সচিব হঠাৎই স্বেচ্ছাবসর নেন। এদিকে মে মাসে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র অবসর নেন। তখন থেকে পদ ফাঁকাই ছিল। এদিকে ডিসেম্বর মাসের ১ ও ৫ তারিখে গুজরাতের বিধানসভা নির্বাচন। তার কিছুদিন আগে কমিশনার পদে এলেন অরুণ গোয়েল। এই ব্যাপারটাও সন্দেহের উদ্রেক করছে।